সস্তা ফোল্ডিং ফোন হবে Samsung Galaxy Z Flip 3 Lite, লঞ্চ হতে পারে ১১ আগস্ট

১১ আগস্ট একটি ভার্চুয়াল ইভেন্টে Samsung তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 3, Galaxy Z Flip 3 লঞ্চ করতে পারে। সেইসঙ্গে ওই দিন…

১১ আগস্ট একটি ভার্চুয়াল ইভেন্টে Samsung তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 3, Galaxy Z Flip 3 লঞ্চ করতে পারে। সেইসঙ্গে ওই দিন Galaxy Watch 4 সিরিজ এবং নতুন Galaxy Buds অফিশিয়াল ভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে চমক দেওয়ার মতো বিষয় হল, ওই ইভেন্টে Galaxy Z Flip 3 এর আরও একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে।

Samsung Galaxy Z Flip 3 Lite লঞ্চ হতে পারে

নতুন অনলাইন রিপোর্টে ইঙ্গিত, Samsung, Galaxy Z Flip 3 Lite স্মার্টফোনও লঞ্চ করতে পারে। অত্যাধিক দামের জন্য ফোল্ডেবল ফোন বেশিরভাগ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে থাকে। সেক্ষেত্রে ‘Lite’ ভ্যারিয়েন্ট সাধ্যের মধ্যে এনে স্যামসাং ফোল্ডেবল ফোনকে মেইনস্ট্রিম করে তোলার প্রয়াস করবে।

সংবাদটি কোরিয়ান হেরাল্ডের পক্ষ থেকে সামনে আনা হয়েছে। তাদের দাবি, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোল্ডেবল ফোনটি ১১ আগস্ট গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হতে পারে। উল্লেখ্য, লঞ্চের দিনক্ষণ কিন্তু এখনও আনুষ্ঠানিক ভাবে স্যামসাং ঘোষণা করেনি।

ঘটনাচক্রে, গোটা বিশ্বে চিপের ঘাটতি দেখা দেওয়ায় স্যামসাং তার ফোল্ডেবল স্মার্টফোনের ‘লাইট’ ভ্যারিয়েন্ট লঞ্চ করার পরিকল্পনা বাতিল করেছে বলে শোনা গিয়েছিল। ফলে নতুন খবরটি কতখানি সত্য, তা জানার জন্য আমাদের অগত্যা আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন