Samsung Galaxy Z Flip 3 Olympic Games Edition‌ শীতকালীন বেইজিং অলিম্পিকের আগে লঞ্চ হল

Samsung গত বছর জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিক টোকিও ২০২০-র স্মরণে লঞ্চ করেছিল Galaxy S21 Olympic Games Edition (গ্যালাক্সি এস২১ অলিম্পিক গেমস এডিশন)। এখন দক্ষিণ কোরিয়ার সংস্থাটি চীনে শীতকালীন অলিম্পিক বেইজিং ২০২২-এর উদ্দেশ্যে Samsung Galaxy Z Flip 3 Olympic Games Edition (গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ অলিম্পিক গেমস এডিশন) নামক একটি বিশেষ মডেল নিয়ে এল। উল্লেখ্য, আগামী ৪ঠা ফেব্রুয়ারি বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা। আর তাই, এই ইভেন্ট কে স্মরণীয় করে রাখতে Samsung সেদেশে Galaxy Z Flip3-এর এই বিশেষ সংস্করণ হাজির করেছে।

Samsung Galaxy Z Flip 3 Olympic Games Edition-এর স্পেসিফিকেশন

সদ্য লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ অলিম্পিক গেমস এডিশন নামক ফোল্ডেবল স্মার্টফোনটি অনন্য ‘উইন্টার ড্রিম হোয়াইট’ কালার ভ্যারিয়েন্টে এসেছে। এর শীর্ষে একটি কালো রঙের বারসহ ডুয়াল টোন ফিনিশ দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির ফ্রেম এবং কব্জায় সোনালি রঙের ফিনিশ রয়েছে।

উপরন্তু পিছনের প্যানেলের নীচের অংশে সংস্থার লোগোর পাশাপাশি দেখা যাচ্ছে অফিসিয়াল শীতকালীন বেইজিং ২০২২ অলিম্পিকের লোগোও। জানা গেছে, ক্রেতারা হ্যান্ডসেটটিতে কাস্টমাইজড থিম, আইকন, ওয়ালপেপার এবং কভার স্ক্রিন পাবেন। ফোনটির বাকি ফিচার মূল মডেলের মতই। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ অলিম্পিক গেমস এডিশন-এ ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে এবং ১.৯ ইঞ্চির কভার বা কুইক ভিউ ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১০ মেগাপিক্সেল সেলফি লেন্স, স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি প্রসেসর এবং ৩,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy Z Flip 3 Olympic Games Edition-এর দাম, উপলব্ধতা

স্যমসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ অলিম্পিক গেমস এডিশনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ৯৩,৯০৬ টাকা)। আগামী ১৫ই জানুয়ারি থেকে এটির শিপিং শুরু হবে। সেক্ষেত্রে কম্বো অফারে এই ফোন এবং ৩২ ইঞ্চি স্যামসাং স্মার্ট মনিটর (M7 4K) একসাথে কিনলে ৯,৯৪৮ ইউয়ান (প্রায় ১,১৬,৭৩০ টাকা) দাম পড়বে।