সুখবর, সস্তায় আসছে Samsung Galaxy Z Fold 3 ও Samsung Galaxy Z Flip 3

আগামী ১১ আগস্ট লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 3 ও Samsung Galaxy Z Flip 3। ইতিমধ্যেই এই দুটি ফোল্ডেবল ফোনের স্পেসিফিকেশন আমাদের সামনে এসেছে। তবে লঞ্চের আগে এবার Samsung Galaxy Z Fold 3 ও Samsung Galaxy Z Flip 3 এর দাম জানা গেল। রিপোর্ট অনুযায়ী, ক্রেতাদের আকৃষ্ট করতে স্যামসাং তাদের আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনগুলির মূল্য অনেকটা কমিয়ে আনতে চলেছে। সুতরাং সংস্থার আসন্ন ফোল্ডেবল ডিভাইসগুলি যে অপেক্ষাকৃত কম দামে কেনা সম্ভব তা বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।

Samsung Galaxy Z Fold 3 ও Samsung Galaxy Z Flip 3 এর দাম রাখা হবে কম

Yonhap নিউজ এজেন্সির এই রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ স্মার্টফোনটির দাম তার পূর্বসূরীদের তুলনায় অনেকটা কম রাখা হবে। দক্ষিণ কোরীয় মুদ্রার হিসেবে ফোনটির মূল্য হতে পারে ১.৯৯ মিলিয়ন ওন (Won), যা ১,৩০,১২০ টাকার সমতুল্য। এর পূর্বসূরী ডিভাইসের দাম ছিল ২.৩৯ মিলিয়ন ওন। অর্থাৎ এক্ষেত্রে পুরো ১৭ শতাংশ দাম কমতে দেখা যাচ্ছে।

অপরপক্ষে পূর্বসূরী ডিভাইসের তুলনায় স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ স্মার্টফোনের দাম প্রায় ২২ শতাংশ কমতে চলেছে। এই ডিভাইসটি কিনতে হলে সেক্ষেত্রে ক্রেতাকে ১.২৮ মিলিয়ন ওন খরচ করতে হবে।

আসলে ফোল্ডেবল স্মার্টফোনের দাম কমিয়ে স্যামসাং (Samsung) চির-প্রতিদ্বন্দ্বী অ্যাপলকে (Apple) কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে আগ্রহী। শোনা যাচ্ছে অ্যাপল আগামী কয়েক বছরের মধ্যেই ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনবে।

Samsung Galaxy Z Fold 3 ও Samsung Galaxy Z Flip 3 এর মুখ্য ফিচার

রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy Z Fold 3 ডিভাইসটি S Pen Pro সাপোর্ট সহ আসতে চলেছে। আবার এতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে Galaxy Z Flip 3 ফোনে অপেক্ষাকৃত বড় আউটার ডিসপ্লে দেখা যেতে পারে। এছাড়া উক্ত স্মার্টফোনে ১.৮৩ ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি ১২+১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ সহ আসবে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন