Samsung Galaxy Z Fold 3, Galaxy Z Flip 3 এর ভারতে প্রি-বুকিং শুরু, দাম ও ফিচার জেনে নিন

বহু অপেক্ষার পর আগামী ১১ই আগস্টের আনপ্যাকড ইভেন্টে Samsung (স্যামসাং)-এর দু’দুটি ফোল্ডেবল ডিভাইস Galaxy Z Fold 3 (গ্যালাক্সি জেড ফোল্ড ৩) এবং Galaxy Z Flip 3 (গ্যালাক্সি জেড ফ্লিপ ৩) লঞ্চ হতে চলেছে। বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও টিপস্টারদের সৌজন্যে ইতিমধ্যেই ফোল্ডেবল ফোন দুটির স্পেসিফিকেশন আমরা জানতে পেরেছি। এখন লঞ্চের কয়েকদিন আগে ভারতে Samsung Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 এর প্রি-অর্ডার শুরু হল। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট এবং স্যামসাং শপ অ্যাপের মাধ্যমে আগ্রহীরা ফোন দুটি প্রি-বুকিং করতে পারবেন। সেক্ষেত্রে যারা কোনো একটি ফোন প্রি-বুক করবেন, তাদের জন্য থাকবে একটি চমকপ্রদ অফার।

Samsung Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3-এর প্রি-বুকিং শুরু

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ আগামী ১১ তারিখ পর্যন্ত প্রি-বুকিং করা যাবে। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, যারা গ্যালাক্সি জেড ফোল্ড ৩ বা গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ অগ্রিম বুক করবেন, তারা বিনামূল্যে একটি স্যামসাং গ্যালাক্সি স্মার্টট্যাগ এনএফসি ট্র্যাকার পাবেন।

Samsung Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3-এর স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, আসন্ন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এবং ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটের সাথে ৭.৬ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে থাকবে, যেখানে এর বাইরের অংশে ৬.২ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখা যেতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। আবার গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি দ্বারা চালিত হবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৪৫০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ একটি ৬.৭ ইঞ্চি ইন্টারনাল ডিসপ্লে সহ আসতে পারে। আবার এই ফোনে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটিতে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি। এছাড়া ফোনটি ৮ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে।

Samsung Galaxy Z Fold 3 ও Galaxy Z Flip 3 এর দাম

ভারতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩-এর মূল্য প্রায় ১.৩৫ লাখ টাকা রাখা হতে পারে। অন্যদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনটি আসবে ৮০,০০০- ৯০,০০০ টাকার মধ্যে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago