Samsung Galaxy Z Fold 3, Galaxy Z Flip 3 কিনবেন? ডিসপ্লে ভেঙে গেলে খরচ হবে প্রায় ৩৬,০০০ টাকা
চলতি মাসে লঞ্চ হয়েছে Samsung-এর নতুন দুটি ফোল্ডেবল ফোন, Galaxy Z Fold 3 (গ্যালাক্সি জেড ফোল্ড ৩) এবং Galaxy Z Flip 3 (গ্যালাক্সি জেড ফ্লিপ ৩)। ইতিমধ্যে ফোন দুটি স্মার্টফোন প্রেমীদের কাছে চর্চার বিষয় হয়েও দাঁড়িয়েছে। কারণ Galaxy Z Fold 3 বা Galaxy Z Flip 3, উভয় ফোনেই চিত্তাকর্ষক বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে এগুলি সাধারণ অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে টেক্কা দিতে পারে। অত্যাধুনিক ফিচার থাকার পাশাপাশি ফোল্ডেবল ফোন দুটির দামও অনেক বেশি। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ৩ এবং স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ৩ যথাক্রমে ১,৪৯,৯৯৯ টাকায় এবং ৮৪,৯৯৯ টাকায় বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছে (ভারতে দাম জানা যায়নি)। কিন্তু আরো একটি কারণে এই ফোনগুলির ক্রেতাদের পকেটে টান পড়তে পারে। আসলে রিপোর্ট বলছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ বা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-র মেরামতির জন্য বিশাল অঙ্ক ব্যয় করতে হতে পারে।
Samsung Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3-এর ডিসপ্লে মেরামতি খরচ কেমন হবে?
স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট এখনও গ্যালাক্সি ফোল্ড ৩ ফোনের স্ক্রিন মেরামতের খরচ জানায়নি। তবে দ্য ভার্জের মতে, ওয়ারেন্টি শেষ হলে এই ফোনের ভিতরের ডিসপ্লে মেরামত করতে প্রায় ৪৭৯ ডলার (৩৬,০০০ টাকার কাছাকাছি) খরচ হবে। একইভাবে গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর জন্যেও ব্যয় করতে হবে ৩৬৯ ডলার (প্রায় ২৭,৫০০ টাকা)। যদিও এই দুটি স্মার্টফোনের বাইরের ডিসপ্লে পাল্টাতে তুলনামূলকভাবে কম খরচ হবে। সেক্ষেত্রে গ্যালাক্সি ফোল্ড ৩ মডেলের জন্য ১৪৯ ডলার (প্রায় ১১,০০০ টাকা) এবং গ্যালাক্সি ফ্লিপ ৩-এর জন্য ৯৯ ডলার (প্রায় ৭,৩০০ টাকা) ব্যয় করতে হবে।
এই প্রসঙ্গে বলে রাখি, স্যামসাং তার ভারতীয় ইউজারদের জন্য ঘোষণা করেছে যে, প্রি-অর্ডারকারীরা Samsung Galaxy Z Fold 3 ফোনের জন্য ৭,৯৯৯ টাকা মূল্যের স্যামসাং কেয়ার+ অ্যাক্সিডেন্টাল এবং লিকুইড ড্যামেজ প্রোটেকশন বিনামূল্যে পাবেন। আবার Galaxy Z Flip 3 ফোনে ৪,৭৯৯ টাকার সুবিধা বিনামূল্যে মিলবে। এই দুটি অফারই এক বছর বৈধ থাকবে। ফলে উল্লিখিত সময়ের পর ফোনে কোনো সমস্যা হলে প্রচুর টাকা খরচ করতে হতে পারে।
উপরন্তু, ভারতে মেরামতের খরচ মার্কিন বাজারের চেয়ে বেশি হতে পারে। স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট অনুসারে, Samsung Galaxy Z Fold 2-এর প্রাইমারি ডিসপ্লে মেরামতের খরচ ৪৫,০০৪ টাকা এবং সেকেন্ডারি-ডিসপ্লের মূল্য ৭,৩৯৬ টাকা। আবা আগের Galaxy Z Flip ফোনের প্রাইমারি ডিসপ্লের জন্য ৩৩,৩৯৪ টাকা এবং সাব ডিসপ্লের জন্য ২০,০৮৬ টাকা দিতে হবে। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় নতুন ডিভাইসগুলির জন্য খরচের পরিমাণ আরো বেশি হবে!
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন