Samsung Galaxy Z Fold 5, Galaxy Z Flip 5 আসছে নেক্সট জেনারেশন Snapdragon 8 Gen 2 প্রসেসরের থেকে

দীর্ঘদিন ধরে স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4-কে নিয়ে টেক পাড়ায় আলোচনা অব্যাহত রয়েছে। সম্প্রতি জানা গেছে যে, আগামী মাসেই সংস্থা তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে, যেখানে এই দুটি প্রিমিয়াম ফোল্ডেবল ডিভাইসের ওপর থেকে পর্দা সরানো হতে পারে। তবে এখন এই দুই হ্যান্ডসেটের লঞ্চের আগেই এদের উত্তরসূরি মডেলগুলিকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, পরবর্তী প্রজন্মের Samsung Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 অঘোষিত Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত হতে পারে। আবার এই রিপোর্টে Galaxy Z Fold 5-এর ক্যামেরা স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ISOCELL GN3 সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এর সামনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলেও জানা গেছে। এছাড়াও রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, Samsung Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5-উভয় মডেলের জন্যই ১০ মিলিয়ন বা ১ কোটি ইউনিট সরবরাহ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে সংস্থা।

দ্য ইলেক (TheElec)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এ লঞ্চ হতে চলা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোন দুটি আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হতে পারে। পরবর্তী প্রজন্মের এই চিপটির কোডনাম SM8550 এবং কোয়ালকম চলতি বছরের শেষের দিকে এটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, এই রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্সের একটি ৫০ মেগাপিক্সেলের আইএসওসেল জিএন৩ (ISOCELL GN3) সেন্সর উপস্থিত থাকবে। আবার ফোল্ডেবল স্মার্টফোনটির সামনে একটি ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর ক্যামেরা স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি।

এছাড়াও রিপোর্টে বলা হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর জন্য সরবরাহের লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করেছে, তবে সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতার সাথে এর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, উভয় স্মার্টফোনের জন্য কোম্পানির লক্ষ্যমাত্রার অনুপাতও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে জানা গেছে। রিপোর্টে যোগ করা হয়েছে যে, মডেলগুলির গণ উৎপাদন এবং স্পেসিফিক ডেভলপমেন্ট ভেরিফিকেশনের টাইমলাইন এখনও বিবেচনাধীন রয়েছে।

উল্লেখ্য, Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 হ্যান্ডসেট দুটি আগামী মাসে অর্থাৎ আগস্টের শুরুতে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এই দুটি ফোল্ডেবল স্মার্টফোনই লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও, স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4 ফোল্ডেবল ফোনগুলির লঞ্চ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।