Realme Narzo N55 ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল Android 14 আপডেট

Realme Narzo N55 হ্যান্ডসেট ব্যবহারকারীরা Android 14 এর একগুচ্ছ নতুন ফিচারের পাশাপাশি বেশ কয়েকটি কাস্টম বৈশিষ্ট্যও উপভোগ করার সুযোগ পেয়ে যাবেন

সবেমাত্র গতকাল Realme Narzo 60 5G স্মার্টফোনের ভারতীয় সংস্করণের জন্য Realme UI 5.0 Android 14 কাস্টম ইউজার ইন্টারফেসের আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে। আবার আজ সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হল যে, উক্ত মডেলটির পাশাপাশি এখন Realme Narzo N55 স্মার্টফোনের জন্যও এই আর্লি অ্যাক্সেস প্রোগ্রামটি লাইভ করা হয়েছে। যার দরুন N-লাইনআপের এই হ্যান্ডসেট ব্যবহারকারীরা Android 14 এর একগুচ্ছ নতুন ফিচারের পাশাপাশি বেশ কয়েকটি কাস্টম বৈশিষ্ট্যও উপভোগ করার সুযোগ পেয়ে যাবেন।

Realme UI 5.0 Android 14 -এর অফিসিয়াল চেঞ্জলগ

সিকিউরিটি এবং প্রাইভেসি

  • ডিভাইসে থাকা অ্যাপ্লিকেশনগুলি নিরাপদে অ্যাক্সেসের জন্য ফটো এবং ভিডিও সম্পর্কিত পারমিশনে পরিবর্তন আনা হয়েছে।

অ্যাকোয়ামর্ফিক ডিজাইন

  • অ্যাকোয়ামর্ফিক থিমযুক্ত রিংটন যোগ করা হয়েছে এবং সিস্টেম নোটিফিকেশনের সাউন্ড রিভ্যাম্প করা হয়েছে।
  • সিস্টেম অ্যানিমেশন আরও স্মুথ ও উন্নত করা হয়েছে৷

প্রসঙ্গত, এই সংস্করণে ফ্লোটিং উইন্ডো ফিচারও অন্তর্ভুক্ত আছে। তবে এখন এটি যথাযথভাবে কাজ নাও করতে পারে। যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আর্লি অ্যাক্সেস প্রোগ্রামে অংশগ্রহণকারীরা স্ট্যাটাস বারটি নিচে ড্র্যাগ করার মাধ্যমে তা ঠিক করতে পারবেন।

Realme UI 5.0 আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের অধীনে আবেদন করার ধাপসমূহ:

নির্ধারিত সময়ের মধ্যে যারা আগেভাগে আবেদন করবেন তারাই শুধুমাত্র রিয়েলমি ইউআই ৫.০ আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের অধীনে অংশ নিতে পারবেন। নীচে আবেদন জমা করার পদ্ধতি জানানো হল –

  • প্রথমেই Realme Narzo N55 স্মার্টফোনের সেটিংস মেনু খুলতে হবে।
  • এরপর ফার্মওয়্যার সংস্করণ RMX3710_11.A.63 ডাউনলোড করতে হবে।
  • এবার আবারো সেটিংসে যেতে হবে। এখানে ‘অ্যাবাউট ডিভাইস’ বিকল্পের অধীনে থাকা ‘রিয়েলমি ইউআই ৪.০’ ব্যানারে ট্যাপ করতে হবে।
  • স্ক্রিনের উপরি ডান কোণায় থাকা থ্রী-ডট মেনু -তে ট্যাপ করুন।
  • এখানে ‘বিটা প্রোগ্রাম’ অপশনের অধীনে আসা ‘আর্লি অ্যাক্সেস’ বিকল্পে ট্যাপ করে আবেদন জমা করতে হবে।
  • তবে আবেদন জমা করার সময় অংশগ্রহণকারীর কাছে বেশকয়েকটি ব্যক্তিগত বিবরণ চাওয়া হবে।

সতর্কতা

  • রিয়েলমি ইউআই ৫.০ সংস্করণ ডাউনলোডের আগে, ডিভাইসে কমপক্ষে ৬০% ব্যাটারি অবশিষ্ট আছে এবং ১৫ জিবি স্টোরেজ খালি আছে কিনা তা নিশ্চিত করতে হবে৷
  • এই সময়ে ফোন রুটেড করা উচিত হবে না এবং ডিভাইসে থাকা যাবতীয় থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপডেটেড থাকতে হবে।
  • আর্লি অ্যাক্সেস বিল্ডগুলির কারণে ডিভাইসে বাগ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
  • সর্বোপরি রিয়েলমি ইউআই ৫.০ সংস্করণ ডাউনলোড করার আগে স্মার্টফোনে থাকা যাবতীয় গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নিয়ে রাখুন।