Samsung Galaxy Z Fold 6 Unlocked US Variant Visits Geekbench

Snapdragon 8 Gen 3 প্রসেসর দিয়ে দুর্ধর্ষ ফোন লঞ্চ করছে Samsung, লিস্টেড হল গিকবেঞ্চে

Samsung আগামী ১০ জুলাই তারিখে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করেছে। যেখানে তারা নেক্সট জেনারেশন ফোল্ডেবল ফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সে দিন Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6-এর লঞ্চ নিশ্চিত। এছাড়াও, Galaxy Watch 7 ও Galaxy Buds আত্মপ্রকাশ করতে পারে। তার আগে এখন Samsung Galaxy Z Fold 6 ফোনের আনলক ভ্যারিয়েন্টটি গিকবেঞ্চ ডেটাবেসে হাজির হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 US ভ্যারিয়েন্ট হাজির Geekbench প্ল্যাটফর্মে

SM-F956UI মডেল নম্বরের Samsung Galaxy Z Fold 6 গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ২,২৫৭ ও ৬,৯০৩ পয়েন্ট পেয়েছে। উল্লেখ্য, এই ভার্সনটি ক্যারিয়ার আনলকড। অর্থাৎ এতে যে কোনও টেলিকম কোম্পানির সিম ব্যবহার করা যাবে। উল্লেখ্য, পূর্বে গিকবেঞ্চে ফোল্ডেবল ফোনটির ক্যারিয়ার লকড মার্কিন ভ্যারিয়েন্টকে দেখা গিয়েছিল।

গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, Samsung Galaxy Z Fold 6 ফোল্ডেবলে ফ্ল্যাগশিপ গ্রেড Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, ১২ জিবি র‍্যাম, এবং Android 14 অপারেটিং সিস্টেম নির্ভর One UI মোবাইল সফটওয়্যার থাকবে। এগুলো বাদ দিলে বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটি আর কোনও তথ্য প্রকাশ করেনি।

Samsung Galaxy Z Fold 6 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এই ফোন ৭.৬ ইঞ্চি ইন্টারনাল ডিসপ্লে ও বাইরে ৬.৩ ইঞ্চি এক্সটার্নাল ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লে অফার করবে। দুই স্ক্রিনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট বিদ্যমান। আউটার ডিসপ্লের মধ্যে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ইনার ডিসপ্লেতে ৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ফোনটি সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজে কেনা যাবে।

ফটোগ্রাফির কথা বললে, Galaxy Z Fold 6-এর পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩x জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অবস্থান করবে। ডিভাইসটির ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করবে।