চাহিদা মেটাতে Galaxy S22 সিরিজের উৎপাদন বাড়াচ্ছে Samsung

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S22 বাজারে লঞ্চ করেছে। আশা করা হচ্ছে অন্যান্য S সিরিজের মতো এই সিরিজও বাজার কাঁপাবে। সেই কারণে তোড়জোড়ের কমতি রাখতে নারাজ Samsung-ও। নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, কোম্পানির সিইও সম্প্রতি ভিয়েতনামের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি পরিদর্শন করেছেন, যাতে বাজারে আলোচ্য সিরিজের জোগান পর্যাপ্ত থাকে।

দা অ্যালেক এর এই রিপোর্ট অনুযায়ী, Galaxy S22-এর উৎপাদন ২০ শতাংশ বাড়িয়েছে Samsung। এই মুহূর্তে আলোচ্য সিরিজের জন্য মোট ৩০ মিলিয়ন স্মার্টফোন তৈরির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১২ মিলিয়ন হবে S22। পাশাপাশি Samsung আশা করছে যে Galaxy S22 Ultra স্বাভাবিকের চেয়ে বেশি জনপ্রিয়তা পাবে। সেই কারণে এই মডেলগুলি ১০ মিলিয়ন (৩৩.৩ শতাংশ) এবং Galaxy S22+ ৮ মিলিয়ন ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Samsung Galaxy S22 স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে গরিলা গ্লাস ভিক্টাস+ সহ ৬.১ ইঞ্চি ফুল-এইচডি (১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন) ডাইনামিক অ্যামোলেড ২x প্যানেল দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (১০ হার্টজেও নামতে পারবে) এবং ১৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

স্যামসাং গ্যালাক্সি এস২২ গ্লোবাল মার্কেটে এক্সিনস ২২০০ প্রসেসরের সঙ্গে পাওয়া যাবে। আবার চীন, আমেরিকা, এবং ভারতে ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর-সহ উপলব্ধ হবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S22 ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা উপস্থিত – মাল্টি ডিরেকশনাল পিডিএফ, ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮) প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ওআইএস ও ৩x অপটিক্যাল জুমযুক্ত ১০ মেগাপিক্সেল (এফ২.৪) টেলিফটো ক্যামেরা, এবং ১২ মেগাপিক্সেল (এফ ২.১) আল্ট্রাওয়াইড ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S22 ফোনটি ৩,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট রয়েছে। এই ফোনের দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার (প্রায় ৫৯,৯০০ টাকা) থেকে।