যেকোনো আলোতেই উঠবে ঝকঝকে ছবি, Samsung আনলো ISOCELL GN2 ইমেজ সেন্সর

উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থা স্যামসাং ইলেক্ট্রনিক্স (Samsung Electronics)  নতুন ISOCELL GN2 ইমেজ সেন্সরের ঘোষণা করলো। ৫০ মেগাপিক্সেলের নতুন সেন্সরটিতে বৃহৎ ১.৪ মাইক্রোমিটার আকারের পিক্সেল পাওয়া যাবে। পূর্ববর্তী ISOCELL GN1-এর তুলনায় GN2 সেন্সর একগুচ্ছ আপগ্রেড সহ এসছে। GN2 আলোক পরিবেশ নির্বিশেষে ডুয়াল পিক্সেল প্রো প্রযুক্তি (Dual Pixel Pro Technology), শক্তিশালী এইচডিআর (Powdrful staggered HDR), স্মার্ট আইএসও প্রো (Smart ISO Pro)-র মাধ্যমে ১০০ মেগাপিক্সেল পর্যন্ত ইমেজিং এবং উন্নত অটো-ফোকাসিং অফার করবে।

ইমেজ রেজোলিউশনের প্রসঙ্গে আসলে ১/১.১২ ইঞ্চি ISOCELL GN2 একটি অত্যন্ত বহুমুখী চিত্র সেন্সর। ৫০ মিলিয়ন ১.৪ মিলিমিটার পিক্সেল হাতে নিয়ে, GN2 রেগুলার সেটিংসেও ব্যতীক্রমীভাবে অত্যন্ত বিশদে ছবি সরবরাহ করে। সেন্সরটি চার-পিক্সেল বাইনিং প্রযুক্তি সহ বড়ো ২.৮  মাইক্রোমিটার পিক্সেলের অনুকরণে বাড়ির অভ্যন্তরে স্বল্প-আলোকিত পরিবেশেও আরও বেশী আলো শোষণের মাধ্যমে উজ্জ্বল এবং তীক্ষ্ণ চিত্র সরবরাহ করে।

স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট Duckyun Chang-এর কথায়,” গুণমান এবং কর্মক্ষমতা সরবরাহ করার জন্য ISOCELL ইমেজ সেন্সর এবং এর প্রযুক্তিগুলি বিশাল উন্নতি করেছে, যা উচ্চস্তরীয় ক্যামেরা থেকে আমরা প্রত্যাশা করি। আমাদের নতুন ISOCELL GN2 সেন্সরে রয়েছে ডুয়াল পিক্সেল প্রো, যা একটি উদ্ভাবনী অল-ডিরেকশন-অটো ফোকাস সলিউশন। এছাড়া, স্মার্ট আইএসও প্রো এবং বিভিন্ন উন্নত পিক্সেল প্রযুক্তির সমন্বয়ে GN2 সেন্সরের ছবি আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত হবে।”

যারা ফটোগ্রাফে আরও বেশী বিশদ পছন্দ করেন বা ছবি তোলার পর সেটা ক্রপ করতে অভ্যস্ত, তাদের জন্য GN2 ১০০ মেগাপিক্সেল রেজোলিউশনে ছবি তোলার একটি বিকল্প সরবরাহ করবে। ১০০ মেগাপিক্সেল মোডে, GN2 সুক্ষ্মভাবে একটি ইন্টেলিজেন্ট রি-মোজাইক অ্যালগরিদমের সাহায্যে কালার পিক্সেলগুলি পুনরায় সাজিয়ে সবুজ, লাল, এবং নীল রঙের মধ্যে ৫০ মেগাপিক্সেল ফ্রেমের তিনটি পৃথক স্তর তৈরি করে৷ এরপরে এই ফ্রেমগুলি আপ-স্কেল করে একত্রীকরণ করার মাধ্যমে সিঙ্গেল আল্ট্রা হাই ১০০ মেগাপিক্সেল রেজোলিউশনের ফটোগ্রাফ উৎপন্ন হয়৷

স্যামসাং বলেছে, GN2 কোম্পানির প্রথম সেন্সর যেখানে ডুয়েল পিক্সেল প্রো প্রযুক্তি দেওয়া হয়েছে৷ সেইসঙ্গে এটি স্যামসাংয়ের সবচেয়ে অত্যাধুনিক ফেজ-ডিটেকশন অটো-ফোকাস সিস্টেমও বটে। ইমেজ সেন্সরের প্রতিটি পিক্সেলের মধ্যে দুটি ফটোডায়োড রেখে, ডুয়াল পিক্সেল প্রো অতি-দ্রুত অটো ফোকাসিংয়ের জন্য একশো মিলিয়ন (১০ কোটি) ফেজ ডিটেক্টিং এজেন্টের ব্যবহার করে।

মিশ্র আলো পরিবেশে ছবি তোলার জন্য ISOCELL GN2 ইমেজ সেন্সরটি staggered-HDR ফিচারের সাহায্যে ডায়নামিক রেঞ্জও বাড়িয়ে দেয়। যা হাইলাইটে সমৃদ্ধ বিবরণ এবং অত্যুজ্বল রঙের উপস্থিতি সুনিশ্চিত করে। স্যামসাংয়ের দাবি, পূর্ববর্তী সেন্সরের তুলনায় G2-র staggered-HDR সেন্সরের বিদ্যুতের ব্যবহার ২৪ শতাংশ পর্যন্ত হ্রাস করে। ISOCELL GN2 ইমেজ সেন্সর 480 fps-এ ফুল-এইচডি ভিডিও বা 120 fps-এ 4K ভিডিও সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

17 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

25 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

59 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

3 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago