Aadhaar Card: ঠিকানার প্রমাণ ছাড়াই আধার কার্ড পাবেন যৌনকর্মীরা, বড় সিদ্ধান্ত নিল UIDAI

ফের একবার শিরোনামে এল ভারতের নাগরিকদের সবচেয়ে প্রয়োজনীয় বস্তু অর্থাৎ আধার (Aadhaar) কার্ড। আসলে সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI (ইউআইডিএআই), সুপ্রিম কোর্টকে আধার কার্ড ইস্যুর বিষয়ে নতুন একটি সিদ্ধান্তের কথা জানিয়েছে। এক্ষেত্রে সরকারি সংস্থাটি বলেছে যে তারা ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO) দ্বারা জারি করা শংসাপত্রের ভিত্তিতে যৌনকর্মীদের আধার কার্ড ইস্যু করবে। এতে আধার কার্ডের জন্য এই জাতীয় নাগরিকদের কাছ থেকে অন্য কোনো আবাসিক শংসাপত্র চাওয়া হবে না। অর্থাৎ সোজা ভাষায় বললে, এখন ঠিকানার প্রমাণ ছাড়াই আধার কার্ড পাবেন যৌনকর্মীরা। নিঃসন্দেহে এ এক বড় বা উল্লেখযোগ্য সিদ্ধান্ত!

উল্লেখ্য, ইউআইডিএআই হল সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ যা শুধুমাত্র একজন আবেদনকারীর নাম, লিঙ্গ, বয়স এবং ঠিকানা জমা দেওয়ার পাশাপাশি ঐচ্ছিক ডেটা যেমন ইমেল বা মোবাইল নম্বর জমা দেওয়ার পরেই আধার কার্ড ইস্যু করে। কিন্তু, যৌনকর্মীদের ক্ষেত্রে নিয়মের বদল আনল সংস্থা।

এক দশক ধরে আদালতে শুনানি চলেছে

যারা জানেন না তাদের বলে রাখি, ২০১১ সাল থেকে একটানা ১০ বছর সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি চলছে। এক্ষেত্রে বিচারপতি এল.এন. রাও ভারত জুড়ে যৌনকর্মীদের সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদানের জন্য একটি আবেদনের শুনানি করেছেন যেখানে ইউআইডিএআই নিজে সুপ্রিম কোর্টের সামনে শংসাপত্রের একটি প্রস্তাবিত প্রোফর্মা পেশ করেছে। এই পিটিশনে যৌনকর্মীদের সংক্রান্ত অনেক বিষয় তুলে ধরা হয়েছে। যেমন, যারা যৌনকর্ম বাণিজ্য থেকে বেরিয়ে আসতে চায় তাদের জন্য পুনর্বাসন পরিকল্পনা প্রস্তুত করার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

ইউআইডিএআই-এর নতুন হলফনামাটি আদালতের ১০ই ​​জানুয়ারির আদেশের প্রতিক্রিয়ার ভিত্তিতে গৃহীত হয়েছে। এটি যৌনকর্মীদের স্বাভাবিক জীবন দিতে খুবই কার্যকর প্রমাণিত হবে বলে আশা করা যায়।