Redmi-র পর গেমিং স্মার্টফোন আনছে Samsung? জল্পনা বাড়ালো খোদ কোম্পানি

একসময় স্মার্টফোন মার্কেট বাজেট, মিডরেঞ্জ, ফ্ল্যাগশিপ রেঞ্জে বিভক্ত থাকলেও, এখন সেখানে একটি নতুন সেগমেন্ট তৈরি হয়েছে, যার নাম গেমিং ফোকাসড বা গেমিং সেনট্রিক। গেমিং স্মার্টফোনগুলি মূলত গেমিংয়ের নেশা আছে এমন ক্রেতাদের মাথায় রেখে ঔবাজারে আনা হয়। এই জাতীয় ফোনগুলির সবচেয়ে বড় ইউএসপি হল পারফরম্যান্স। গেমারদের লক্ষ্য রেখেই Asus, Lenovo, Blackshark-এর মতো কোম্পানি গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে। আবার Redmi K40 Game Enhanced Edition-এর হাত ধরে সম্প্রতি সেই তালিকায় Redmi-র নাম যুক্ত হয়েছে। এই ক্যাটেগরিতে এবার Samsung-এর পা রাখা নিয়ে জল্পনা ছড়ালো।

আসলে Samsung-এর হাতে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন আছে ঠিকই। কিন্তু শুদ্ধ গেমিংয়ের অভিজ্ঞতা দেওয়ার জন্য তাদের পোর্টফোলিওতে উপযুক্ত নামের অভাব। লেটেস্ট রিপোর্ট বলছে, সে দিকে তাকিয়েই Samsung গেমিং স্মার্টফোন সেগমেন্টে প্রবেশ করার ব্যাপারে ভাবতে পারে।

এরকম জল্পনার উৎপত্তিস্থল কোথায়? আসলে LetsGoDigital সূত্রে জানা গিয়েছে যে, সাউথ কোরিয়ান জায়ান্টটি ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস-এ ‘অ্যাক্টিভেট ফ্যান মোড’ (Activate Fan Mode) ও ‘আনলিশ ইয়োর ফ্যান পাওয়ার, (Unleash Your Fan Power) বাক্য দুটি রেজিস্টার করার জন্য আবেদনপত্র জমা দিয়েছে।

‘অ্যাক্টিভেট ফ্যান মোড’-এর প্রসঙ্গে আসলে, এটুকু স্পষ্ট যে, ফ্যান চালু বা বন্ধ করার কথা স্যামসাং বোঝাতে চেয়েছে। আবার আনুষাঙ্গিক দস্তাবেশ বলছে, বাক্যগুলি স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটারের জন্য ব্যবহার হবে।

প্রসঙ্গত, বর্তমানে স্যামসাংয়ের এমন কোনো স্মার্টফোন নেই যার কুলিং সিস্টেমে ফ্যান রয়েছে। আর সেই কারণেই স্যামসাং, মোবাইল গেমস প্রেমীদের জন্য ডিভাইস প্রস্তুত করছে বলে জল্পনা ছড়িয়েছে। তবে এটি শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করেই বলা৷ কারণ স্যামসাং এই বিষয়ে এখনও কিছু জানায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন