ল্যাপটপ ও কম্পিউটার থেকে পাঠানো যাবে মেসেজ, Samsung আনছে নতুন মেসেজ পরিষেবা

দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং শীঘ্রই তাদের মেসিজিং পরিষেবা (Samsung Messaging service) উইন্ডোজ ১০ পিসি (PC) বা ল্যাপটপের জন্য উপলব্ধ করতে চলেছে। এই পরিষেবায় স্যামসাং ইউজাররা তাদের স্মার্টফোন ও পিসি কে লিংক করতে পারবেন। এরফলে পিসি-র মাধ্যমে এসএমএস বা এমএমএস সেন্ড বা রিসিভ করা যাবে। এতদিন এই কাজের জন্য থার্ড পার্টি স্ক্রিন মিররিং অ্যাপ ব্যবহার করতে হতো।

যদিও Samsung এর তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে 9to5 Google এর রিপোর্ট অনুযায়ী, Samsung Messaging service অ্যাপকে মাইক্রোসফ্ট স্টোরের ‘Utilities & tools’ ক্যাটাগরি তে দেখা গেছে। Lumia নামে একজন টুইটার ব্যবহারকারী, মাইক্রোসফ্ট স্টোরে এই অ্যাপটিকে প্রথমবার খুঁজে পেয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, এই মেসেজিং অ্যাপের সাহায্যে ইউজাররা কম্পিউটার বা ল্যাপটপের সাথে তাদের ফোন লিঙ্ক করে এসএমএস এবং এমএমএস পাঠাতে পারবেন। কিন্তু এই পরিষেবাটি ব্যবহার করার জন্য একটি ল্যাপটপ বা কম্পিউটারে অবশ্যই 5G বা 4G LTE কানেক্টিভিটি থাকতে হবে।

এই ডিভাইসগুলিতে সাপোর্ট করবে স্যামসাং মেসিজিং পরিষেবা

মাইক্রোসফ্ট স্টোর থেকে জানা গেছে, আপাতত স্যামসাংয়ের কিছু নির্বাচিত ল্যাপটপে এই অ্যাপ সাপোর্ট করবে। যারমধ্যে থাকবে- Galaxy TabPro S, Galaxy Book 10.6 LTE, Galaxy Book 12 LTE, Galaxy Book 2, এবং Galaxy Flex 2 5G। তবে আশা করা যায় অন্যান্য ল্যাপটপের জন্যও স্যামসাং এই অ্যাপের সাপোর্ট শীঘ্রই আনবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন