Xiaomi, Vivo-দের ঝড়ো ব্যাটিংয়ে বোল্ড আউট Samsung, খামতি খতিয়ে দেখতে তৎপরতা

একদা মার্কেটে রাজার পদে অধিষ্ঠান করলেও বর্তমানে Samsung-এর অনেকটাই পদচ্যুতি ঘটেছে। খুব সম্প্রতি আমরা দেখেছি যে, Samsung-কে পিছনে ফেলে দিয়ে ভারতের পর ইউরোপে এক নম্বর স্মার্টফোন বিক্রেতার শিরোপা পেয়েছে Xiaomi। পাশাপাশি, অন্যান্য চীনা স্মার্টফোন কোম্পানিগুলিও Samsung-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। প্রায় প্রতি কোয়ার্টারে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটির মোবাইল বিক্রির পরিসংখ্যানের গ্রাফ নিম্নমুখী। তাই নিজেদের অভ্যন্তরীণ খামতি যথাযথভাবে খতিয়ে দেখতে Samsung Electronics সংস্থার অভ্যন্তরে বিভিন্ন ইউনিট রিভিউ (পড়ুন অন্তর্তদন্ত) করতে চলেছে। জানা গেছে মোবাইল বিক্রির সংখ্যা কমে যাওয়ায় অন্যান্য ইউনিটগুলির তুলনায় বিশেষ করে স্যামসাং মোবাইল ডিভিশন ম্যানেজমেন্টের কাজ নিয়ে পর্যালোচনায় বসা হবে।

সম্প্রতি ‘The Elec’-এর প্রতিবেদনে খবরটি প্রকাশ্যে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনাল রিভিউ স্যামসাংয়ের বিজনেস সাপোর্ট টাস্ক ফোর্স (Business Support Task Force) দ্বারা পরিচালিত হচ্ছে, যা দ্বিতীয় ত্রৈমাসিকের সময় পর্যালোচনা শুরু করেছিল। জানা গেছে যে, আরও উন্নত এফিশিয়েন্সি অফার করার লক্ষ্যে এই রিভিউগুলি প্রতি চার থেকে পাঁচ বছর অন্তর সম্পাদন করা হয়। এর আরেকটি মূল উদ্দেশ্য হল ব্যবসায়িক ইউনিটের স্থিতি মূল্যায়ন করা।

এই পর্যালোচনাগুলি ইউনিটকে না জানিয়েই পরিচালিত হয়। এটি মূলত তখন করা হয় যখন সেই ব্যবসায়িক ইউনিট সম্পর্কিত উদ্বেগের একটি নির্দিষ্ট কারণ থাকে। এখন, যেহেতু প্রায় সমগ্র বিশ্বে সংস্থার কম সংখ্যক মোবাইল বিক্রি হচ্ছে এবং সাপ্লাই চেইনে সমস্যা দেখা দিচ্ছে, তাই Samsung Electronics তাদের মোবাইল ডিভিশনের কাজ নিয়ে পর্যালোচনায় বসতে চলেছে ।

Elec-এর প্রতিবেদনে বলা হয়েছে, “Samsung-এর লেটেস্ট ফোন Galaxy S21 সিরিজ বছরের প্রথমার্ধে মাত্র ১৩.৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। যেখানে Galaxy S সিরিজের পুরানো ভার্সন ৩০ মিলিয়ন এবং Galaxy S20 সিরিজ ২০ মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছিল।” ফলে নতুন ফ্ল্যাগশিপ সিরিজ যে মানুষের মন জয় করতে ব্যর্থ তা বুঝে গেছে Samsung Electronics‌।

এছাড়াও, 5G মোবাইল ফোন সেগমেন্টেও সংস্থার পারফরম্যান্স বেশ খারাপ। Samsung ২০১৯ সালে বাজারে প্রথম 5G ফোন নিয়ে আসা সংস্থাগুলির একটি ছিল। তবে Strategy Analytics এর রিপোর্ট থেকে উঠে এসেছে যে, Samsung এই মুহূর্তে ১২.৫% শেয়ার সহ গ্লোবাল 5G স্মার্টফোন মার্কেট শেয়ারে চতুর্থ স্থানে নেমে গেছে। তাদের উপরে রয়েছে Apple, Oppo ও Vivo। এই তিনটি ‌ব্র্যান্ডের মার্কেট শেয়ার যথাক্রমে ২৯.৮, ১৫.৮, ১৪.৩ শতাংশ। ফলে সামগ্রিকভাবে স্যামসাংয়ের মোবাইল ডিভিশনের পারফরম্যান্স যে খারাপ তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন