Samsung Odyssey OLED Viewfinity Smart Monitor Launced in India Price Sale Specifications

Samsung ভারতে নিয়ে এল AI চালিত নতুন Odyssey OLED গেমিং মনিটর ও স্মার্ট মনিটর

নতুন প্রজন্মের Samsung Smart Monitor, Viewfinity এবং Samsung Odyssey OLED G6 গেমিং মনিটর লঞ্চ হল ভারতের বাজারে। এগুলি বর্তমানে এদেশে কেনার জন্য উপলব্ধ রয়েছে। এমনকি কোম্পানি এই ভ্যারিয়েন্টগুলির মধ্যে কয়েকটির জন্য লিমিটেড টাইম অফারও বাড়িয়ে দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির লেটেস্ট মনিটরগুলি ৪৩ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে দ্বারা সজ্জিত। প্রসঙ্গত, নতুন লঞ্চ করা মনিটরগুলির মধ্যে অন্যতম, Samsung Smart Monitor M8 একটি আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (AI) ব্যাকড অ্যাক্টিভ ভয়েস অ্যামপ্লিফায়ার প্রো অফার করে। আসুন ভারতে Samsung Odyssey OLED G6, Smart Monitor, Viewfinity সিরিজের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।।

ভারতে Samsung Odyssey OLED G6, Smart Monitor, Viewfinity সিরিজের দাম

স্যামসাং ওডিসি ওলেড জি৬ মডেলের দাম ভারতে ৯২,৩৯৯ টাকা স্থির করা হয়েছে এবং মনিটরটি এখন শুধুমাত্র কালো রঙে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, স্যামসাং স্মার্ট মনিটর এবং স্যামসাং ভিউফিনিটি সিরিজের দাম যথাক্রমে ১৫,৩৯৯ টাকা এবং ২১,৪৪৯ টাকা থেকে শুরু হয়। এই মনিটরগুলি বর্তমানে দেশে স্যামসাং শপ অনলাইন স্টোরের পাশাপাশি অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart) এবং নির্বাচিত রিটেইল স্টোরগুলিতে কেনার জন্য উপলব্ধ।

লঞ্চ অফার সম্পর্কে বললে, যদি স্যামসাং ওডিসি ওলেড জি৬ এবং যেকোনও স্মার্ট মনিটর সিরিজের মডেল ৫ জুন থেকে ১১ জুনের মধ্যে স্যামসাং ই-স্টোরের মাধ্যমে কেনা হয়, তাহলে ক্রেতারা নো কস্ট ই এমআই অপশন এবং ২,৭৫০ টাকা পর্যন্ত একটি ইনস্ট্যান্ট কার্ট ডিসকাউন্ট পেতে পারেন। যেসব গ্রাহকরা স্যামসাং ই-স্টোর থেকে স্মার্ট মনিটর এম৮ কিনবেন, তারা এর সাথে একটি স্যামসাং সাউন্ডবার পেতে পারেন, যেখানে স্যামসাং ওডিসি ওলেড জি৬ মনিটরের ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি বাড ২ প্রো পেতে পারেন। এছাড়াও, অ্যামাজন বা ফ্লিপকার্টের মাধ্যমে এই মনিটরগুলি কিনলে ১১,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Samsung Odyssey OLED G6, Smart Monitor, Viewfinity সিরিজের স্পেসিফিকেশন

Samsung Odyssey OLED G6 মনিটরে ৩৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৫৬০ x ১,৪৪০ পিক্সেলের রেজোলিউশন সহ ২৭ ইঞ্চির ওলেড (OLED) গ্লেয়ার-ফ্রি স্ক্রিন রয়েছে। এতে দুটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ পোর্ট এবং তিনটি ইউএসবি ৩.০ পোর্ট মিলবে। মনিটরে স্যামসাং ওলেড সেফগার্ড প্লাস (Samsung OLED Safeguard+) সুরক্ষাও রয়েছে।

স্যামসাং স্মার্ট মনিটর সিরিজে ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০ সাপোর্ট সহ ৪৩ ইঞ্চির ৪কে আল্ট্রা এইচডি (৩,৮৪০ x ২,১৬০ পিক্সেল) ফ্ল্যাট স্ক্রিন রয়েছে। স্মার্ট মনিটর এম৮-এ বিশেষ করে এআই নির্ভর অ্যাক্টিভ ভয়েস অ্যামপ্লিফায়ার প্রো টুল রয়েছে যা ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ করবে বলে দাবি করা হয়েছে এবং সেই অনুযায়ী ‘ইউজারের কনটেন্টে ডায়লগ অপ্টিমাইজ” করবে।

সবশেষে, Samsung Viewfinity সিরিজের মনিটরগুলি ৩২ ইঞ্চির ৪কে আল্ট্রাএইচডি (৩,৮৪০ x ২,১৬০ পিক্সেল) স্ক্রিনের সাথে এসেছে, যা ১০০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ৩৫০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এগুলিতে ইউএসবি-টাইপ সি পোর্ট মিলবে যার সাহায্যে ব্যবহারকারীরা ৯০ ওয়াট পর্যন্ত শক্তি সহ ডিভাইসগুলি চার্জ করতে পারবেন৷