Samsung Galaxy A13 4G ফোনে থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ফাঁস হল ছবি

আগামী বছরের শুরুতেই লঞ্চ হতে পারে সংস্থার সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, Samsung Galaxy A13 5G। তবে 5G ভ্যারিয়েন্টের পাশাপাশি এই ফোনটি 4G ভ্যারিয়েন্টেও বাজারে আসবে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, ভারতে এই ফোনের প্রোডাকশন শুরু হয়েছে। ফলে ফোনটি যে শীঘ্রই আত্মপ্রকাশ করবে তা বলার অপেক্ষা রাখে না। তবে লঞ্চের আগে এখন Samsung Galaxy A13 4G ফোনের লাইভ ইমেজ অনলাইনে ফাঁস হল। যেখান থেকে ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইন সহ ক্যামেরা মডিউল সম্পর্কে জানা গেছে।

91Mobiles আজ Samsung Galaxy A13 4G ফোনের লাইভ ইমেজ ফাঁস করেছে। ছবিগুলি ‘প্রোডাকশন লাইন’ থেকে পাওয়া গেছে বলে অনুমান করা হচ্ছে। ফাঁস হওয়া ছবি অনুযায়ী, এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এরমধ্যে উলম্ব ভাবে তিনটি বড় ক্যামেরা সেন্সর ও একটি ছোট সেন্সর দেওয়া হবে। ছোট সেন্সরের উপরে বা নিচে এলইডি ফ্ল্যাশ থাকবে।

আবার ছবিতে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৪জি ফোনকে গ্রে কালার অপশনে দেখা গেছে এবং ব্যাক প্যানেলে রয়েছে ‘A13 LTE’ ব্র্যান্ডিং। মনে হচ্ছে এর রিয়ার প্যানেল হবে পলিকার্বোনেটের। ফোনটির নিচে স্পিকার গ্রিল, ৩.৫মিমি হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।

আগেই বলেছে, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ফোনটি ৫জি ও ৪জি ভ্যারিয়েন্টে আসবে। ৫জি ভ্যারিয়েন্ট নিয়ে আগে একাধিক লিক সামনে এসেছে। এই ফোনে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখা যেতে পারে। আবার এতে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি / ১২৮ স্টোরেজ বিকল্পে পাওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A13 5G ফোনের পিছনেও চারটি ক্যামেরা‌ সেন্সর দেওয়া হতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকতে পারে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A13 5G ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। এতে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যেতে পারে।