পুরানো ফোন বদলাতে চান? Samsung, Vivo, Realme-র এই স্মার্টফোন চলতি সপ্তাহে লঞ্চ হয়েছে

আপনার বিদ্যমান হ্যান্ডসেটের একঘেয়ে ফিচার আর বারংবার হ্যাং হওয়ার ঘটনা যদি আপনাকে ক্লান্ত করে তোলা, তাহলে এটাই সময় পুরোনো ফোন ত্যাগ করে নতুন স্মার্টফোন কেনার। চলতি সপ্তাহে বাজারে পাঁচটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। এই ফোনগুলি হল Vivo Y21, Realme C21Y, Samsung Galaxy M32 5G, Motorola Edge 2021 এবং Oukitel WP15। এই প্রত্যেকটি স্মার্টফোনে পাওয়ারফুল প্রসেসর, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি রয়েছে। আবার এদের দাম থাকছে ৮,৯৯৯ টাকা থেকে ৩৭,০০০ টাকার মধ্যে। আসুন ফোনগুলির স্পেসিফিকেশন ও মূল্য জেনে নেওয়া যাক।

এই সপ্তাহে লঞ্চ হওয়ার স্মার্টফোনের তালিকা

Samsung Galaxy M32 5G: চলছি সপ্তাহে লঞ্চ হওয়া স্মার্টফোনের তালিকায় স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি – সামিল আছে। ফোনটির ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। ফিচারের কথা বললে ফোনে, ৬.৫ ইঞ্চির TFT ইনফিনিটি-ভি এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ চিপসেট, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ পাওয়ারের শক্তিশালী ব্যাটারি আছে।

Realme C21Y: রিয়েলমি সি২১ওয়াই স্মার্টফোনটি গত ২৩শে আগস্ট ভারতে পা রেখেছে। ফোনটির, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে, ৮,৯৯৯ টাকা এবং ৯,৯৯৯ টাকা। বাজেট রেঞ্জের এই হ্যান্ডসেটে থাকছে বেশ কয়েকটি উল্ল্যেখযোগ্য ফিচার। যার মধ্যে, ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল, UNISOC টি৬১০ প্রসেসর, ৪ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম, ৬৪ জিবি পর্যন্ত eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সামিল আছে।

Motorola Edge 2021: সম্প্রতি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ২০২১ স্মার্টফোন। বর্তমানে ফোনটির প্রারম্ভিক দাম ৫০০ ডলার বা প্রায় ৩৭,০০০ টাকার সমান। স্পেসিফিকেশনের কথা বললে, ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরে চলবে। ৬.৭ ইঞ্চির LCD ডিসপ্লে যুক্ত এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ আছে। থাকছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

Vivo Y21: ভারতে ভিভো তাদের Y সিরিজের অধীনে Vivo Y21 ফোনটি লঞ্চ করেছে। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যার মধ্যে, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ১৩,৯৯০ টাকা। আর, ৪জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৫,৪৯০ টাকা। মিড-রেঞ্জের এই হ্যান্ডসেটে আছে ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস হ্যালো ফুলভিউ ডিসপ্লে। থাকছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Oukitel WP15 rugged phone: চীনা মোবাইল ব্র্যান্ড Oukitel সম্প্রতি WP15 নামের একটি রগড ডিজাইনের স্মার্টফোন বিশ্ব বাজারে লঞ্চ করেছে। Oukitel WP15 স্মার্টফোনের দাম ২৯৯.৯৯ ডলার বা আনুমানিক ২২,২৫০ টাকা রাখা হয়েছে। ফোনের উল্লেখযোগ্য ফিচারের কথা বললে, এতে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস (১.৬০০x৭২০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এসওসি, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এটি IP68 এবং IP69K রেটিং প্রাপ্ত। এই নয়া স্মার্টফোনে ১৫,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এটি ৬ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এই ফোন, ১৮ ওয়াট ফাস্ট-চার্জিং এবং রিভার্স চার্জিং টেকনোলজি সহযোগে এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন