১৫০০০ টাকা পর্যন্ত ছাড়ে কিনুন ফোন, দেখে নিন অ্যামাজন রিপাবলিক ডে সেলের অফার

প্রাইম কাস্টমারদের জন্য আজ থেকে শুরু হচ্ছে Amazon Republic Day Sale। আগামীকাল থেকে সাধারণ কাস্টমাররাও এই সেলে কেনাকাটা করতে পারবেন। আগামী ২৩ জানুয়ারি এই সেল শেষ হবে। চারদিনের এই অ্যামাজন রিপাবলিক ডে সেলে স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স, অ্যাক্সেসরিজ ডিসকাউন্টের সাথে কেনা যাবে। এছাড়াও ব্যাংক অফার, এক্সচেঞ্জ অফার প্রভৃতিও উপলব্ধ আছে। আসুন Amazon Republic Day সেলে পাওয়া স্মার্টফোনের উপর দুর্দান্ত ডিলগুলি দেখে নিই।

OnePlus 7T Pro

এই সেলে ওয়ানপ্লাস ৭টি প্রো ফোনটি ৫৩,৯৯৯ টাকার বদলে ৩৮,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ফোনটির ওপর ৫,০০০ টাকার কুপন সহ মোট ১৫,০০০ টাকা ডিসকাউন্ট অফার করা হচ্ছে। ও ফোনটি স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর সহ লঞ্চ হয়েছিল।

iPhone 12 Mini

আইফোন ১২ মিনি ফোনটি ৫৯,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। এর রিটেল প্রাইস ৬৯,৯৯০ টাকা। এসবিআই এর ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি ১০,০০০ টাকা ছাড়ে এই সেলে কেনার সুযোগ আছে।

Mi 10

এই ফোনটি অ্যামাজন সেলে ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এর উপর ব্যাংক অফারও দেওয়া হচ্ছে। ফোনটি নো কস্ট ইএমআই -এ কেনা যাবে। গতবছরে লঞ্চ হওয়া মি ১০ ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর।

Samsung Galaxy S20 FE

স্যামসাংয়ের এই ফোনটির আসল দাম ৪৯,৯৯৯ টাকা। তবে এই সেলে ফোনটি কেনা যাবে ৪০,৯৯৯ টাকায়। এই ফোনে আছে এক্সিনস ৯৯০ প্রসেসর।

Vivo X50 Pro ও Vivo X50

ভিভো এক্স৫০ প্রো অ্যামাজন সেলে ৫৪,৯৯০ টাকার বদলে ৪৯,৯৯০ টাকায় পাওয়া যাবে। ফোনটিই আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। আবার ভিভো এক্স৫০ ফোনটি কেনা যাবে ৩৪,৯৯০ টাকায়। ফোনটি আগে ৩৯,৯৯০ টাকায় বিক্রি হত।

LG Wing

এলজি উইং ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। এই ফোনের আসল দাম ৮০,০০০ টাকা। তবে এই সেলে ফোনটি ৬৯,৯৯০ টাকায় পাওয়া যাবে।

Samsung Galaxy Z Flip

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনটি এই সেলে ৮৪,৯৯০ টাকায় কিনতে পারবেন। এর আসল দাম ছিল ১,২০,০০০ টাকা। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর আছে।

Oppo Reno 4 Pro ও Oppo Find X2

অপ্পো রেনো ৪ প্রো ও অপ্পো ফাইন্ড এক্স ২ ফোন দুটি যথাক্রমে ৩৪,৯৯০ টাকা ও ৬৪,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। এই দুই ফোনের ওপর ৫,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।