Samsung Galaxy S22 আগামী মাসেই Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হচ্ছে, নিশ্চিত করল খোদ কোম্পানি

অবশেষে সমস্ত জল্পনায় পড়ল শীলমোহর! দীর্ঘদিন ধরেই চর্চা ছিল যে ২০২২ সালের শুরুতে অন্যান্য বছরের মতই Samsung (স্যামসাং)-এর হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S22 (গ্যালাক্সি এস২২) লঞ্চ হবে; কয়েকদিন আগে এক টিপস্টার দাবি করেছিলেন, আগামী ৮ ফেব্রুয়ারিতে সংস্থার Galaxy Unpacked (গ্যালাক্সি আনপ্যাকড) ইভেন্টে Samsung Galaxy S22 ফোনগুলির ওপর থেকে পর্দা সরবে। আজ সংস্থার তরফেও আসন্ন ইভেন্টে Samsung Galaxy S22, Galaxy S22+ (গ্যালাক্সি এস২২ প্লাস) এবং Galaxy S22 Ultra (গ্যালাক্সি এস২২ আল্ট্রা) হ্যান্ডসেটগুলি লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও স্যামসাং তাদের এই ইভেন্টের তারিখ জানায়নি। জানিয়ে রাখি, Samsung স্মার্টফোনগুলি অঞ্চল বিশেষে লেটেস্ট Snapdragon 8 Gen 1 (স্ন্যাপড্রাগন ৮ জেন১) এবং Exynos 2200 (এক্সিনস ২২০০) প্রসেসর চালিত হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy S22 সিরিজের আনুষ্ঠানিক টিজার প্রকাশ

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একটি ব্লগ পোস্টে স্যামসাং প্রেসিডেন্ট এবং এমএক্স ব্যবসায়িক প্রধান টিএম রোহ, কোম্পানির আসন্ন গ্যালাক্সি এস২২ সিরিজের লঞ্চ টিজ করেছেন। রোহর মতে, এই বছরের স্মার্টফোনগুলি কোম্পানির তৈরি সবচেয়ে “উল্লেখযোগ্য” গ্যালাক্সি এস-সিরিজ হবে। এর মধ্যে ‘আল্ট্রা’ মডেলটিতে ইনবিল্ট এস পেন থাকবে এবং এই সিরিজ কোম্পানির নোট লাইনআপকে প্রতিস্থাপন করবে। বলে রাখি, ব্লগ পোস্টটি ফেব্রুয়ারিতে একটি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট হবে বলেও নিশ্চিত করেছে। এক্ষেত্রে স্যামসাং আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের জন্য একটি ভিডিও টিজারও প্রকাশ করেছে। এর আগে টিপস্টার আইস ইউনিভার্স জানিয়েছিল যে, স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি সম্ভবত ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

টিজারে ফাঁস Samsung Galaxy S22 Ultra-এর কিছু ফিচার

রোহ প্রকাশিত টিজার থেকে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের বৈশিষ্ট্য সামনে এসেছে। সেক্ষেত্রে মনে হচ্ছে, এই ফোনে ব্রাইট নাইট ফটোগ্রাফি এবং ফাস্ট পারফরম্যান্স পাওয়া যাবে। এছাড়া স্মার্টফোনটি এর পূর্বসূরীদের তুলনায় আরও টেকসই হবে।

আসন্ন Samsung Galaxy S22 সিরিজের লঞ্চের আগে, আরেক টিপস্টার দোহিউন কিম (@dohyun854) অঞ্চল ভেদে এই ফোনগুলির চিপসেটের একটি তালিকা শেয়ার করেছেন। টিপস্টারের দাবি অনুযায়ী, নতুন সিরিজের ক্ষেত্রে পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ওশেনিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার মডেলে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন১ প্রসেসর দেখা যাবে। আবার ইউরোপে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলি নতুন এক্সিনস ২২০০ প্রসেসরসহ আসবে বলে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। অনুমান করা হচ্ছে পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য এশিয়ার মডেলগুলিতে এর মধ্যে যেকোনো একটি চিপসেট বেছে নেওয়ার বিকল্প থাকবে।