Samsung Galaxy Tab S8 আগামী মাসেই লঞ্চ হচ্ছে, তার আগে ফাঁস হল রেন্ডার

এই মাসের শুরুর দিকে জানা গিয়েছে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারির ৯ তারিখে অনুষ্ঠিত ‘Galaxy Unpacked’ ইভেন্টে Samsung (স্যামসাং) তার ফ্ল্যাগশিপ Galaxy S22 (গ্যালাক্সি এস২২) স্মার্টফোন লাইনআপের ওপর থেকে পর্দা সরবে। পাশাপাশি সংস্থাটি Galaxy Tab S8 (গ্যালাক্সি ট্যাব এস৮) ট্যাবলেট লাইনআপও ওইদিন উন্মোচন করবে। ইতিমধ্যেই অ্যামাজন ইতালির ওয়েবসাইট এই ট্যাবলেটগুলির সম্পূর্ণ স্পেস শীট এবং ডিজাইন প্রকাশ করেছে। তবে লঞ্চের আগে এখন জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস (SamMobile-এর মাধ্যমে) এই সিরিজের বেস মডেল, অর্থাৎ Galaxy Tab S8-এর নতুন রেন্ডার ফাঁস করেছে, যা থেকে ডিভাইসটির ডিজাইন জানা গেছে।

ফাঁস হল Samsung Galaxy Tab S8-এর রেন্ডার

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮-এর ফাঁস হওয়া রেন্ডারে দেখা গেছে যে, ডিভাইসের চারপাশে ইউনিফর্ম বেজেলসহ একটি পাতলা ডিজাইন থাকবে। অন্যদিকে এর দুটি স্পিকার গ্রিল ডিভাইসের উভয় পাশে দেওয়া হয়েছে। আবার একটি এস পেন স্লট লক্ষ্য করা গেছে যা ডিভাইসের পিছনের ক্যামেরা সেটআপের সাথে মিশে যায়। এক্ষেত্রে টিপস্টার কালো এবং সাদা- দুটি কালার ভ্যারিয়েন্টের চেহারা প্রকাশ্যে এনেছেন।

উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮-এ ১১ ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা ২৮০০×১৭৫২ পিক্সেল রেজোলিউশন অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৮,০০০ এমএএইচ ব্যাটারি। আবার ট্যাব এস৮+ (Tab S8+) মডেলে ১২.৪ ইঞ্চি ডিসপ্লে দেখা যেতে পারে, যা ২৫৬০×১৬০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। আবার ট্যাবলেটটি ১০,০৯০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। সেক্ষেত্রে দুটি মডেলই সিলভার, রোজ গোল্ড এবং গ্রে রঙে আসবে বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে, জল্পনা চলছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা (Tab S8 Ultra)-এর ডিসপ্লেতে একটি নচ এবং এক জোড়া ফ্রন্ট ক্যামেরা থাকবে। তাছাড়া এটি ২৯৬০×১৮৪৮ পিক্সেল রেজোলিউশন অফার করবে এবং ১১,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আল্ট্রা মডেলটি শুধুমাত্র ধূসর রঙে আসবে। উল্লেখ্য, তিনটি মডেলেই Wi-Fi এবং 5G সাপোর্ট করবে।

এছাড়া ট্যাব এস৮ লাইনআপের তিনটি মডেলই সম্ভবত স্ন্যাপড্রাগন ৮ জেন১ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১২ ওএস দ্বারা চালিত হবে। এর মধ্যে গ্যালাক্সি ট্যাবলেটগুলির স্ট্যান্ডার্ড মডেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি এবং ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আবার ট্যাব এস৮ এবং এস৮+ মডেলে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে, যেখানে আল্ট্রা ভ্যারিয়েন্টে দুটি ১২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হবে।