Galaxy S21 FE সহ চলতি বছরে কি কি স্মার্টফোন আনছে Samsung? দেখে নিন তালিকা

গতকাল গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung, Galaxy A সিরিজের অধীনে Galaxy A52 4G/5G ও Galaxy A72 স্মার্টফোন দুটি লঞ্চ করেছে। তবে কেবল এই দুটি ফোন নয়, আগামী কয়েক মাসে স্যামসাং আনপ্যাকড ইভেন্টের মাধ্যমে আরও কিছু ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। যারমধ্যে Samsung Galaxy S21 FE, Samsung Galaxy A22 ও Galaxy A82 4G ও 5G অন্যতম। জনপ্রিয় টিপস্টার ইভান ব্ল্যাস এই তথ্য ফাঁস করেছেন।

এপ্রিল-আগস্টে স্যামসাং কোন কোন ডিভাইস লঞ্চ করতে পারে তার জন্য টিপস্টার ইভান ব্ল্যাস একটি টাইমলাইন প্রকাশ করেছেন। ব্ল্যাসের দেওয়া টাইমলাইন অনুযায়ী, আগামী এপ্রিলে আনপ্যাকড ইভেন্টে স্যামসাং একাধিক প্রোডাক্টের ওপর থেকে পর্দা তুলবে। তবে সেগুলি কম্পিউটিং ডিভাইস হবে, স্মার্টফোন নয়। রিপোর্ট অনুযায়ী ১৪ এপ্রিল স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক, ও গ্যালাক্সি বুক ল্যাপটপ লঞ্চ করবে।

যদিও মে মাসে স্যামসাং কোনো ইভেন্ট রাখছে না। পরবর্তী ইভেন্ট হবে একেবারে জুন মাসে। এই মাসে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের জন্য দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে জুন মাসে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ লাইটের আরও সস্তা ভার্সন লঞ্চ হবে বলে জল্পনা চলছে।

আবার জুলাই মাসে স্যামসাং দুটি অ্যান্ড্রয়েড ডিভাইস বাজারে আনবে। Samsung Galaxy A22 ও Galaxy A82 4G ও 5G ভার্সনে জুলাইতে লঞ্চ হবে। এবার সবশেষে আগস্ট। এই মাসটা এমনিতেই স্যামসাংয়ের জন্য ব্যস্ততম হয়৷ আগস্ট মাসে Galaxy S21 FE ফোনটি লঞ্চের মুখ দেখতে পারে বলে টিপস্টার জানিয়েছেন৷

জানিয়ে রাখি, ইভান ব্ল্যাসের লিক করা প্রত্যেকটি রিপোর্টই অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সাথে আসে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ব্ল্যাসের দেওয়া তালিকা অনুযায়ী Galaxy A32, Galaxy A52 ও Galaxy A72 যথাযথ সময়ে লঞ্চ হয়েছে।

 হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন