Satcom Spectrum: ভারতে চালু হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, স্পেক্ট্রাম নিলামের তোড়জোড়

5G স্পেক্ট্রাম নিলামের পর এবার স্যাটকম বা স্যাটেলাইট নির্ভর যোগাযোগ পরিষেবা চালুর লক্ষ্যে স্পেক্ট্রাম বন্টনের জন্য প্রস্তুত হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI এই সংক্রান্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পথে হাঁটছে। আপাতত কোন রীতি মেনে স্যাটকম পরিষেবা সরবরাহকারীদের জন্য স্পেক্ট্রাম বরাদ্দ করা হবে, সে বিষয়েই TRAI শিল্পমহল ও বিশেষজ্ঞদের মতগ্রহণে ব্যস্ত। কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট (DoT), এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার, ট্রাইয়ের উপরেই অর্পণ করেছে।

উল্লেখ্য, 5G -র পাশাপাশি আগামী সময়ে স্যাটেলাইট ভিত্তিক পরিষেবাও প্রাইভেট কমিউনিকেশনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেকারণেই বেসরকারি (দেশি ও বিদেশি) স্যাটকম কোম্পানিরাও মুহূর্তে ভারতীয় বাজারে পরিষেবা পৌঁছে দিতে উদগ্রীব। তবে এক্ষেত্রে তাদের মধ্যে ঠিক কোন পদ্ধতিতে স্পেক্ট্রাম বরাদ্দ করা হবে, সেটিই এখনো স্থির করা সম্ভব হয়নি।

বেসরকারি Satcom কোম্পানিদের মধ্যে স্পেক্ট্রাম বন্টনকে ঘিরে মতপার্থক্যে Jio ও Airtel

আসলে ইতিমধ্যেই Reliance Jio এবং Vi সংস্থাদ্বয় নিলাম মারফত বিভিন্ন প্রাইভেট স্যাটকম কোম্পানির মধ্যে স্পেক্ট্রাম বরাদ্দ করার দাবি তুলেছে। তবে এই একই প্রশ্নে, উল্লিখিত উভয় সংস্থার বিরুদ্ধতা করেছেন Bharati Enterprises -এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। মিত্তলের দাবি, এক্ষেত্রে প্রশাসনিক কার্যরীতি মেনে স্পেক্ট্রাম বন্টনই সবথেকে উপযুক্ত সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০১২ সালে সুপ্রিম কোর্টের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে নিলাম প্রক্রিয়া আয়োজনই এদেশে স্পেক্ট্রাম বন্টনের সর্বাপেক্ষা উপযুক্ত পন্থা। এর কারণ, নিলাম প্রক্রিয়ায় দুর্নীতির ভয় অপেক্ষাকৃত কম। অপরপক্ষে প্রশাসনিক রীতি মেনে স্পেক্ট্রাম বরাদ্দ করলে সেখানে অনেকটাই দুর্নীতির সম্ভাবনা থেকে যায়, যা একেবারেই কাম্য নয়।

পরিশেষে বলে রাখা দরকার, DoT অর্থাৎ কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর এর মধ্যেই ট্রাইকে এই মর্মে সূচিত করেছে যে, বিভিন্ন বেসরকারি স্যাটকম কোম্পানিগুলির মধ্যে বন্টনের জন্য তাদের হাতে বর্তমানে কেইউ (Ku) ও কেএ (Ka) ব্যান্ডের স্পেক্ট্রাম মজুত রয়েছে। যদিও কোন পদ্ধতি মেনে স্পেক্ট্রাম বন্টন করা হবে, সে বিষয়টি স্থির না হওয়া পর্যন্ত এক্ষেত্রে নিলাম আয়োজনের কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

Soumojit Chatterjee

Share
Published by
Soumojit Chatterjee

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

3 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

3 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

5 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

5 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

6 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

6 hours ago