SBI গ্রাহক? এই SMS আসেনি তো আপনার ফোনে? জবাব দিতে ভুল করবেন না

প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জীবনও অনেক সহজ হচ্ছে। কিন্তু যে প্রযুক্তির জন্য মানুষের এত অগ্রগতি, সেটাই এখন সাইবার অপরাধীদের বেআইনি কাজকর্মের অস্ত্র হয়ে উঠেছে। যেমন, সম্প্রতি SBI YONO এসএমএস ফিশিং কেলেঙ্কারীর কথা সামনে এসেছে, যার মাধ্যমে প্রতারকরা মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন ঘটনা এই প্রথম নয়, বরং বিগত কয়েক বছরে বেশ কয়েকবার ইতিমধ্যেই ঘটে গেছে এবং এখনো ঘটছে। ব্যাঙ্কিং সেক্টরের নাম সামনে রেখে, নেপথ্যে বসে টাকা চুরির এই কান্ড ঘটানো হচ্ছে একটি এসএমএস পাঠানোর মাধ্যমে। মোবাইলে আসা মেসেজে ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ বা SBI ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের প্যান নম্বর আপডেট বা লিংক করার জন্য নিজস্ব তথ্য শেয়ার করতে বলা হচ্ছে। এমনকি, মেসেজের বিশ্বাসযোগ্যতা বাড়াতে SBI ব্যাঙ্কের অনুরূপ একটি ফিশিং ওয়েবসাইটও ডেভলপ করেছে সাইবার আক্রমণকারীরা। ফলে, বার্তাটি সত্যি মেনে একবার যদি কোনো ব্যক্তি এই ফাঁদে পা দেন, তবে কয়েক সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যাবে তার সমস্ত পুঞ্জি। তাই আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হন, তবে এই কেলেঙ্কারির হাত থেকে বাঁচতে অবশ্যই আমাদের প্রতিবেদন পড়ুন এবং আগাম সাবধানতা অবলম্বন কীভাবে করবেন তা জেনে নিন।

সামনে এলো নতুন স্ক্যামের খবর, লক্ষ্যবস্তু SBI ব্যাঙ্কের গ্রাহক

এই স্ক্যামের মূল টার্গেট হল SBI ব্যাঙ্কের গ্রাহকরা। এক্ষেত্রে, প্রতারকরা প্রথমেই, গ্রাহকের মোবাইলে একটি মেসেজ পাঠাচ্ছে, যাতে বলা হচ্ছে যে তিনি যদি প্রদত্ত লিঙ্কে গিয়ে তার প্যান নম্বর আপডেট না করেন, তবে তার ইয়োনো (YONO) অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। জানিয়ে রাখি, ইয়োনো হল SBI -এর ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম। যাইহোক, মেসেজের কথা বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি লিঙ্কে ক্লিক করেন, তবে SBI ওয়েবপেজের অনুরূপ দেখতে একটি ফিসিং সাইটে তাদের রিডিরেক্ট করে দেওয়া হবে। এখানে, ব্যক্তিটিকে তার যাবতীয় ব্যক্তিগত ও ব্যাঙ্ক বিবরণ লিখতে বলা হবে। আপনারা যদি একবার নিজেদের সমস্ত ডেটা এই ওয়েবসাইটে এন্ট্রি করে দেন তবে, তা সরাসরি হ্যাকারদের কাছে পৌঁছে যাবে। আর তারপরেই অর্থ চুরির কাজে লিপ্ত হয়ে যাবে অ্যাটাকাররা এবং মুহূর্তের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যাবে গড়ের মাঠ।

সাবধানতা অবলম্বন করতে নিম্নলিখিত কাজগুলি ভুলেও করবেন না

সম্প্রতি প্রকাশ্যে আসা এই স্ক্যামটি হল একটি নতুন ফিশিং অ্যাটাক বা আক্রমণ, যা কিনা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত। তাই আমাদের পরামর্শ, কোনও অজানা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। আর, আপনি যদি ভুলবশত লিঙ্কে ক্লিক করেও ফেলেন, তবে কোনও ব্যক্তিগত তথ্য তাতে এন্টার করেন না। নতুবা, আপনার সমস্ত অর্থ বেহাতে চলে যেতে পারে।

গ্রাহকদের জন্য SBI দিলো এইসকল পরামর্শ

SBI স্বয়ং উক্ত মেসেজ কেলেঙ্কারির ঘটনাটি সামনে এনেছে এবং তাদের গ্রাহকদের সাবধান করেছে। এই পাবলিক সেক্টর ব্যাঙ্কটি জানিয়েছে যে, তাদের আইটি সিকিউরিটি টিম এই বিষয়ে তদন্ত চালাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তদুপরি, SBI তাদের গ্রাহকদের কোনো ধরনের ইমেল, এসএমএস, কল, এমবেডেড লিঙ্কের প্রত্যুত্তর না দেওয়ার পরামর্শ দিয়েছে। সাথে আরো বলেছে যে, ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কের তথ্য যেন কোনো ভাবেই শেয়ার না করে কোনো ব্যক্তি। কেননা, কোনো ব্যাঙ্ক কখনোই গ্রাহকদের কাছে OTP বা ব্যক্তিগত তথ্য জানতে চায় না। তাই, “আপনি যদি কখনও এই ধরনের কল বা মেসেজ পান এবং আপনার কাছ থেকে এই ধরনের তথ্য চাওয়া হয়, তাহলে অবিলম্বে অভিযোগ নথিভুক্ত করুন”, এমনটাই পরামর্শ দিয়েছে SBI। এক্ষেত্রে, এরূপ সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানাতে আপনারা ব্যাঙ্কের ই-মেল আইডি report.phishing@sbi.co.in এবং ব্যাঙ্কের নিজস্ব হেল্পলাইন নম্বর 1930 -এ যোগাযোগ করতে পারেন।