বিপুল জনপ্রিয়তা পাচ্ছে শিয়ালদহের লোকাল ট্রেন ট্র্যাকিং অ্যাপ, আপনার ফোনে আছে তো?

গতবছর পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন সাবআরবান ট্রেনের জন্য জিপিএস বেসড রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম লঞ্চ করেছিল, যার নাম Sealdah Suburban Tracking System। এই অ্যাপটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই এই অ্যাপের ডাউনলোড সংখ্যা ১০ লক্ষ ছুঁই ছুঁই। পাশাপাশি অ্যাক্টিভ ইউজারবেস ১.৮ লাখ।

Sealdah Suburban Tracking System এর বৈশিষ্ট্য

নাম দেখেই বুঝতে পারছেন শিয়ালদহ সাবআরবান ট্র্যাকিং সিস্টেম আসলে ট্রেন ট্র্যাক করতে ব্যবহার করা হয়। এটি ইউজারদের প্ল্যাটফর্ম নম্বর জানানোর পাশাপাশি কাস্টমাইজ নোটিফিকেশন পাঠায়। আবার এই সিস্টেমের সাথে Integrated Passenger Information Systems (IPIS) সংযুক্ত করা হয়েছে, ফলে এটি প্ল্যাটফর্ম সনাক্ত করতে পারবে।

শিয়ালদহ ডিভিশন থেকে জানানো হয়েছে, তাদের এই ট্র্যাকিং সিস্টেম থেকে জুনে ১১ লক্ষ টাকা আয় হয়েছে। একদিনেই আয় ১১,৮০০ টাকাও ছাড়িয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন