ফোনের পাশাপাশি টিভির সাথেও কানেক্ট করা যাবে, Sennheiser TV Clear ইয়ারফোন বাজারে আসছে

জনপ্রিয় অডিও ডিভাইস প্রস্তুতকারক সংস্থা Sennheiser খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন প্রজন্মের উন্নত টেকনোলজির একটি ইয়ারবাড, যার নাম Sennheiser TV Clear। এই ইয়ারফোনটি…

জনপ্রিয় অডিও ডিভাইস প্রস্তুতকারক সংস্থা Sennheiser খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন প্রজন্মের উন্নত টেকনোলজির একটি ইয়ারবাড, যার নাম Sennheiser TV Clear। এই ইয়ারফোনটি টিভি ইয়ারফোনের পাশাপাশি স্মার্টফোন হেডসেট হিসেবেও কাজ করবে। তাই এর অভিনব কার্যকারিতা বাজারের একটি অংশের ক্রেতাকে যথেষ্ট আকর্ষণ করবে বলে মত প্রকাশ করেছে সংস্থাটি। এই ইয়ারফোনের মাধ্যমে ব্যবহারকারী টিভি দেখার সময় কোনো ফোন কল আসলে টিভি থেকে ফোনে নির্বিঘ্নে ইয়ারফোনটিকে সুইচ করতে পারবেন। কারণ এটি টিভির সঙ্গে যুক্ত থাকলেও ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথেও সংযুক্ত হতে পারবে। তাই ইউজাররা একদিকে যেমন টিভি থেকে কোনও অডিও এই ইয়ারফোনের মাধ্যমে শুনতে পাবেন, আবার একইভাবে স্মার্টফোনে কল করার সময় কিংবা গান শোনার সময় ইয়ারফোনটি ব্যবহার করতে পারবেন।

Sennheiser TV Clear ইয়ারফোনের দাম ও লভ্যতা

যুক্তরাষ্ট্রীয় বাজারে সেনহাইজার টিভি ক্লিয়ার ইয়ারফোনটির দাম ধার্য রাখা হবে ৪০০ ডলার (প্রায় ৩১,০০০ টাকা)। এই গ্রীষ্মের শেষের দিকেই ইয়ারফোনটি বাজারে পা রাখতে চলেছে।

Sennheiser TV Clear ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত সেনহাইজার টিভি ক্লিয়ার ইয়ারফোন একটি ডেডিকেটেড ওয়্যারলেস ট্রান্সমিটারের সাথে আসছে, যা টিভির অডিও আউটপুটের সাথে সংযুক্ত হতে সক্ষম। শুধু তাই নয়, এই ওয়্যারলেস ট্রান্সমিটার ইয়ারফোনের সাথে লো ল্যাটেন্সি ওয়্যারলেস লিঙ্ক স্থাপন করবে। তাই বলাই যায়, এই উদ্ভাবনী প্রযুক্তি প্রচলিত ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের পরিধিকে আরো বিস্তৃত করেছে।

অন্যদিকে, এই ইয়ারফোনটির সাহায্যে ব্যবহারকারী তার পছন্দমতো ভলিউম লেভেল এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। সংস্থার মতে, ইয়ারফোনটিকে অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি ইয়ারবাডটি হারিয়ে গেলেও ফাইন্ড মাই ইয়ারবাড ফিচারের মাধ্যমে অ্যাপ ব্যবহার করে সেটিও খুঁজে পাওয়া সম্ভব।

আবার নতুন সেনহাইজার টিভি ক্লিয়ার ইয়ারফোনে নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করবে। তাছাড়া এতে থাকবে ট্রান্সফারেন্সি মোড, যা প্রয়োজন অনুসারে বাইরের আওয়াজ শোনার অনুমতি দেবে। Sennheiser TV Clear ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, একবার চার্জে বাড দুটি ১৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। উপরন্তু চার্জিং কেস সমেত এটি ৩৭ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। তবে ইয়ারফোনটিকে যদি শুধুমাত্র ফোনে ব্যবহার করা যায়, তাহলে এটি বেশিক্ষণ পাওয়ার ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি।