ভারতে ব্যবসা গোটানোর ঘোষণা করল ই-কমার্স প্ল্যাটফর্ম Shopee, প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে উধাও অ্যাপ

বর্তমানে ভারতের বাজারে Flipkart, Amazon India ছাড়াও Bigbasket, Nykaa, Meesho-র মত বিভিন্ন ধরণের অনলাইন শপিং প্ল্যাটফর্ম মজুত রয়েছে। এই সমস্ত সংস্থার গ্রাহক সংখ্যাও বেশ বড়…

বর্তমানে ভারতের বাজারে Flipkart, Amazon India ছাড়াও Bigbasket, Nykaa, Meesho-র মত বিভিন্ন ধরণের অনলাইন শপিং প্ল্যাটফর্ম মজুত রয়েছে। এই সমস্ত সংস্থার গ্রাহক সংখ্যাও বেশ বড় অঙ্কের! আর প্রতিযোগিতার বাজারে এই প্ল্যাটফর্ম বা সংস্থাগুলিকে নানা ধরনের পদক্ষেপ নিতেও দেখা যায়। তবে স্রোতের বিপরীতে হেঁটে এবার সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি Shopee (শোপি) এদেশ থেকে পাততাড়ি গোটানোর পরিকল্পনা ঘোষণা করল। এই Shopee নামক প্ল্যাটফর্মটি গত বছর ইন্ডিয়ান মার্কেটে চালু হয়েছিল এবং বিস্তৃত পরিসর ও অফারের কারণে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু এখন এর ওয়েবসাইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না। একইভাবে এর মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য আর উপলব্ধ নেই।

এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে শোপি বলেছে যে তারা বিশ্ব বাজারের অনিশ্চয়তার কারণে দক্ষিণ এশিয়ার বাজারে ব্যবসা বন্ধ করছে। তারা নিজেদের লোকাল সেলার, ক্রেতা সম্প্রদায় এবং লোকাল টিমকে এই প্রক্রিয়ার মসৃণভাবে মেনে নিতে সহায়তা করবে।

ইতিমধ্যেই শোপি ব্যবহারকারীরা (যাদের স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করা আছে) তারা এটি বন্ধের বার্তা পেয়েছেন। তাছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মটি আর দেশে অর্ডার নিচ্ছে না। এদিকে কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, ভারতে শোপি বন্ধ হলেও প্রযুক্তির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের জীবন উন্নত করার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে তারা বৈশ্বিক সম্প্রদায়গুলিতে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করতে থাকবে।

উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগে ভারত সরকার, সিঙ্গাপুর ভিত্তিক আরেকটি জনপ্রিয় গেমিং অ্যাপ ফ্রি ফায়ার ব্লক করেছে। তাই প্রাথমিকভাবে হঠাৎ করে শোপি বন্ধ হওয়ার বিষয়টি অনেকে ফ্রি ফায়ারের নিষেধাজ্ঞার সাথে যুক্ত বলে মনে করছিলেন। কিন্তু এই প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র টেকক্রাঞ্চকে স্পষ্ট জানিয়েছে যে, শোপির ভারত বন্ধের সিদ্ধান্ত ফ্রি ফায়ার নিষেধাজ্ঞার সাথে সম্পর্কিত নয়।