বাজারে চলে এসেছে WiFi 6, নেটওয়ার্ক ক্যাপাসিটি WiFi 5 -এর চেয়ে চার গুণ বেশি

টেলিকম নেটওয়ার্ক যেমন 4G থেকে 5G আপগ্রেডেশনের পথে এগিয়ে চলেছে WiFi নেটওয়ার্কগুলিও তেমনি আপগ্রেডেশনের প্রক্রিয়ায় এগিয়ে চলেছে। WiFi 5-এর পরবর্তী সংস্করণ WiFi 6 এখন গ্রাহকদের পরীক্ষার জন্য ছাড়া হচ্ছে। এমনকি নতুন কিছু প্রোডাক্ট WiFi 6 সাপোর্ট সহ আসতে শুরু করেছে। অবশ্য এখনো অনেক মানুষ WiFi স্ট্যান্ডার্ড বিষয়ে জানেন না। অনেকে মনে করেন WiFi 5 থেকে WiFi 6 আপগ্রেড করা এখনই ঠিক হবে না, কারণ তারা ভাবেন যে WiFi 6-র উপযোগী প্রোডাক্ট এখনও বাজারে পাওয়া যাবে না। ঠিক যেমন 8K মনিটর কিনলেও 8K-তে দেখার মত কনটেন্ট এখনো সেভাবে পাওয়া যায় না। তবে WiFi 6-এর ক্ষেত্রে এই সমস্যা কিন্তু নেই, কারণ ইতিমধ্যেই বেশ কিছু ডিভাইস WiFi 6 সাপোর্টসহ আসতে শুরু করেছে।

WiFi 6 এ কেন আপগ্রেড করবেন?

যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে WiFi 6 (802.11ax) হল WiFi 5 (802.11ac)-এর একটি আপগ্রেড ভার্সন। এর নেটওয়ার্ক ক্যাপাসিটি WiFi 5-এর চেয়ে চার গুণ বেশি। তার সঙ্গে এটি ইউজারদের দ্রুততর স্পিড দিয়ে থাকে। এমনকি একাধিক ডিভাইসে সংযুক্ত করলেও WiFi খুব ভালোভাবে কাজ করে। কিন্তু এই সমস্ত কারণগুলি যদি আপনার আপগ্রেড করার জন্য যথেষ্ট না হয়, তাহলে আপনার জন্য আরও কিছু কারণ আমরা নিয়ে এসেছি।

যে সমস্ত গ্রাহকদের মনে হয় যে WiFi 6 সাপোর্টেড ডিভাইস খুব বেশি পাওয়া যাবে না, তাদের জানিয়ে রাখি দশম জেনারেশন Intel চিপসেট যুক্ত ল্যাপটপ WiFi 6 সাপোর্ট করে। যে ল্যাপটপে Intel-এর Gig+ টেকনোলজি আছে সেখানে, ইন্টারনেট স্পিড সঠিক WiFi 6 রাউটারের সঙ্গে দ্বিগুণ হয়ে যাবে। এছাড়া Galaxy S10, Note 10, iPhone 11 ইত্যাদি ডিভাইস WiFi 6 সাপোর্ট করে। কিছুদিনের মধ্যেই আরো অন্যান্য ডিভাইসেও এটি সাপোর্ট করবে।

শুধু তাই নয়, WiFi 6 রাউটার WiFi 5 সাপোর্ট-যুক্ত ডিভাইসেও কাজ করতে পারে। সুতরাং আপনার যদি এখনই WiFi 6 ডিভাইস না থাকে তাহলে আপনি এটা দিয়ে কাজ চালাতে পারবেন। WiFi 6-এর আরেকটি আকর্ষণীয় দিক হল, যখন এটি কোন ডিভাইসের সাথে সংযুক্ত করা হয় তখন এটি WiFi 5-এর তুলনায় ৪০% বেশি স্পিড দেয়।

যদি আপনি মনে করেন রাউটার আপগ্রেড করে কোন সুবিধা নেই তাহলে আপনি ভুল ভাবছেন। একবার ভাবুন, সাম্প্রতিক টেকনোলজি শুধু ভালো ফিচারই দেয় না, সেই সঙ্গে ভালো সুরক্ষাও দেয়। WiFi 6 রাউটারে WiFi 5-এর তুলনায় দ্রুততর CPU আছে যা গিগাবাইট স্পিডকে আরো ভালো ভাবে পরিচালনা করে। সুতরাং সব মিলিয়ে WiFi 6-এ আপগ্রেড করার এটাই সঠিক সময়।