Categories: Tech News

দেশের প্রথম 5G রাউটার লঞ্চ করল Siemens, মিলবে দুর্দান্ত স্পিড

Siemens সম্প্রতি ভারতের বাজারে প্রথম ইন্ডাস্ট্রি-রেডি 5G রাউটার লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই 5G রাউটারগুলি পাবলিক 5G, 4G ও 3G নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। অর্থাৎ, যদি 5G উপলব্ধ থাকে, তবে রাউটারগুলি 5G নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবে; অন্যথায়, 5G নেটওয়ার্কের অনুপস্থিতিতে ডিভাইসগুলি 4G নেটওয়ার্কে স্যুইচ করবে। Siemens-এর তরফে জানানো হয়েছে যে, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলির জন্য এই নবাগত রাউটারগুলি এককথায় আদর্শ। এর সহায়তায় দূরবর্তী ডায়াগনস্টিকস, অটোনোমাস মেশিন, ইন্ট্রালজিস্টিকস, ওয়্যারলেস ব্যাকহলের মতো বিষয়গুলির সাথে সম্পর্কিত ব্যবসাগুলি আরও উন্নতি করতে সক্ষম হবে।

Siemens লঞ্চ করলো নতুন 5G রাউটার

সিমেন্সের নতুন ৫জি রাউটারগুলি হল স্কেল্যান্স এমইউএম৮৫৬-১ (Scalance MUM856-1) এবং এমইউএম৮৫৩-১ (MUM853-1)। সংস্থাটি জানিয়েছে যে, নবাগত এই রাউটারগুলি উন্নত মোবাইল ব্রডব্যান্ড ট্রান্সমিশন, ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশন এবং আল্ট্রা-রিলায়েবল লো লেটেন্সি এনাবেল করবে। সিমেন্সের মতে, নতুন রাউটারগুলি পাবলিক ৫জি নেটওয়ার্কের মাধ্যমে উদ্ভিদ, কন্ট্রোল এলিমেন্ট, মেশিন এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ডিভাইসগুলিকে দূরবর্তীভাবে নিরীক্ষণ করতে অতি অনায়াসে ব্যবহার করা যেতে পারে।

বলে রাখি, স্কেল্যান্স এমইউএম৮৫৬-১ ৫জি স্ট্যান্ডার্ডের রিলিজ ১৫ সাপোর্ট সহ আসে। ডিভাইসটি ১০০০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড এবং ৫০০ এমবিপিএস পর্যন্ত আপলোড স্পিড সরবরাহ করতে সক্ষম বলে সংস্থার তরফে জানা গিয়েছে। উল্লেখ্য যে, ডেটা ট্র্যাফিক নিরীক্ষণ এবং অননুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করার জন্য রাউটারটিতে একাধিক সিকিউরিটি ফাংশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে – একটি ইন্টিগ্রেটেড ফায়ারওয়াল, কমিউনিকেশন ডিভাইসের অথেন্টিকেশন, ভিপিএন (VPN)-এর মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের এনক্রিপশন। এছাড়া আগেই বলেছি যে, যদি আশেপাশে কোনো উপলভ্য ৫জি নেটওয়ার্ক না থাকে, তবে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে ৪জি বা ৩জি নেটওয়ার্কে স্যুইচ করবে।

বিভিন্ন সংস্থার ব্যবসায়িক উন্নতিতে ব্যাপকভাবে সাহায্য করবে এই নয়া রাউটার

আলোচ্য নবাগত ডিভাইসটির মার্কেটে আগমনের প্রসঙ্গে সিমেন্স লিমিটেড (Siemens Limited)-এর প্রধান সুপ্রকাশ চৌধুরী (Suprakash Chaudhuri) জানিয়েছেন, 5G-র সহজলভ্যতা বর্তমানে দেশের সার্বিক উন্নতির পাশাপাশি ইন্ডাস্ট্রির অগ্রগতির জন্য একটি প্রধান মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। এর দৌলতে স্মার্ট ফ্যাক্টরিগুলিতে এন্ড-টু-এন্ড ডিজিটালাইজেশন এবং ইন্টারনেট অফ থিংস (Internet of Things)-এর সাথে সম্পর্কিত বিষয়গুলিকে কেন্দ্র করে আরও নানাবিধ কার্যকর পরীক্ষানিরীক্ষা চালানো সম্ভবপর হবে। উল্লেখ্য যে, এখন ইন্টারনেটের উপলব্ধতার পাশাপাশি তার গতি ইউজারদের কাছে প্রধান বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বড়ো বড়ো বিজনেস অর্গ্যানাইজেশনগুলি উক্ত নবাগত 5G রাউটারের দৌলতে ব্যাপকভাবে উপকৃত হবে বলে আশা করা যেতে পারে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

9 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

9 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

11 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

11 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

12 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

12 hours ago