অতিরিক্ত ডাউনলোডের জের, সারাবিশ্বে অচল Signal অ্যাপ

আপনি কি Signal অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে পারছেন না? তাহলে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি বারবার চেক করার দরকার নেই। কারণ আপনি একা নন, সারাবিশ্বেই সিগন্যাল অ্যাপের…

আপনি কি Signal অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে পারছেন না? তাহলে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি বারবার চেক করার দরকার নেই। কারণ আপনি একা নন, সারাবিশ্বেই সিগন্যাল অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে। টেকগাপের মেম্বাররাও একই সমস্যা লক্ষ্য করেছেন। যদিও আপনি এখন অ্যাপটি খুলতে পারবেন এবং মেসেজ লিখতে পারবেন। তবে মেসেজটি প্রাপকের কাছে পৌঁছবে না।

সাইট স্ট্যাটাস ট্র্যাকার DownDetector এর রিপোর্টে জানানো হয়েছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে Signal ব্যবহারহারকারীরা এই ধরণের সমস্যায় পড়েন। ইতিমধ্যেই বিশ্বের হাজার হাজার ইউজার একই সমস্যার কথা জানিয়েছেন। এমনকি তারা সোশ্যাল সাইট টুইটারেও এব্যাপারে প্রতিক্রিয়া শেয়ার করেছেন।

আপনি যদি এই মুহূর্তে সিগন্যাল অ্যাপটি খোলেন তাহলে একটি নতুন ব্যানার দেখতে পাবেন। যেখানে বলা হয়েছে যে অ্যাপটি কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে। যদিও ব্যানারে সমস্যার কারণ বা কখন এই সমস্যা ঠিক হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে যে, সিগন্যালের টিম সমস্যাটি সমাধান করার চেষ্টা করছে। মনে করা হচ্ছে অত্যাধিক পরিমান অ্যাপটি ডাউনলোড হওয়ার কারণেই এর সার্ভার ক্র্যাশ করে গেছে।

প্রসঙ্গত WhatsApp-এর নতুন প্রাইভেসি পলিসির কারণে অনেকেই ফেসবুক মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ছেড়ে Signal ও Telegram অ্যাপ্লিকেশন ব্যবহার করার কথা ভাবছে। রিপোর্ট অনুযায়ী, গত রবিবারেই সিগন্যাল অ্যাপটি ৮১০,০০০-এর বেশি বার ডাউনলোড হয়েছে। টেসলা কোম্পানির প্রধান এলন মাস্ক একটি টুইট পোস্টে সিগন্যাল ব্যবহার করার কথা বলার পর থেকেই হুড়মুড়িয়ে এই অ্যাপটি ডাউনলোড করতে শুরু করেন একাংশ মানুষ।