জেলে যেতে বা সর্বস্বান্ত হতে না চাইলে SIM কার্ড ব্যবহার করার আগে এই বিষয়গুলি মাথা থেকে বের করবেন না!

মোবাইল এখনকার দিনে আমাদের সর্বক্ষণের সঙ্গী। মোবাইল ছাড়া এক মুহূর্তও কাটানো এখন শুধু মুশকিলই নয়, না মুমকিনও বটে! আর মোবাইল যদি শরীর হয়, তাহলে তার প্রাণ অবশ্যই সিম কার্ড (Sim Card)। কারণ, প্রাণ ছাড়া যেমন শরীর চলে না, তেমনি সিম কার্ড ছাড়াও মোবাইল একটি খেলনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আপনি কি জানেন যে, একটি সিম কার্ডের জন্য আপনাকে জেলের হাওয়াও খেতে হতে পারে? কি, শুনে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন? ভাবছেন এরকম একটা অদ্ভুত কথা কেন বলছি? সেক্ষেত্রে বলি, অবিশ্বাস্য মনে হলেও যথাযথ সতর্কতা অবলম্বন করে সিম কার্ড না ব্যবহার করলে এই ঘটনা কিন্তু সত্যি ঘটতে পারে। আবার, হুঁশিয়ার না থাকলে আপনার সিম কার্ডকে কাজে লাগিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি করে দিতে পারে হ্যাকাররা! কীভাবে? তাহলে চলুন, বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক।

সিম কার্ডের অপব্যবহার করে প্রতারণা

একটি বিষয় সবসময় খেয়াল করে রাখবেন যে, আপনার সিম কার্ড যেন কখনও কোনো ভুল লোকের হাতে গিয়ে না পড়ে। কারণ সেই ব্যক্তি যদি আপনার সিম কার্ড ব্যবহার করে কোনো জালিয়াতি করে, তাহলে তার জন্য কিন্তু আপনাকে হাজতবাস করতে হতে পারে। তাই আপনি যদি কখনও আপনার সিম কার্ডটি হারিয়ে ফেলেন, তবে অবিলম্বে নম্বরটি বন্ধ করুন, অন্যথায় নিজের অজান্তেই সিম কার্ডের অপব্যবহারের জন্য আপনি বড়োসড়ো সমস্যার মুখোমুখি হতে পারেন।

সিম কার্ডের অপব্যবহার করে হুমকি

যদি আপনার সিম কার্ডটি কখনও কোনো ভুল ব্যক্তির হাতে গিয়ে পড়ে, এবং সেই ব্যক্তি আপনার ফোন নম্বর ব্যবহার করে অন্য কোনো ব্যক্তিকে কোনোরকম ভয়ঙ্কর হুমকি দেয়, তবে এমত পরিস্থিতিতেও কিন্তু কারাগারের দরজা আপনার জন্য খোলা থাকবে। তাই পরিচিত কিংবা অপরিচিত কারোর হাতেই নিজের সিম কার্ড কখনোই তুলে দেবেন না। কারণ সেই ব্যক্তির কোনোরকম অসাবধানতা বা অসৎ কার্যকলাপের জন্য কিন্তু বিপদে পড়তে পারেন আপনি।

ব্যাংক জালিয়াতি

সিম কার্ড সোয়াপিংয়ের কথা আমরা সকলেই জানি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরির জন্য প্রতারকরা নতুন নতুন ফন্দিফিকির উদ্ভাবন করছে। আগে হ্যাকাররা ফোন করে পিন নম্বর ও ওটিপি জিজ্ঞাসা করত ইউজারদের৷ কিন্তু এখন সিম সোয়াপিংয়ের ক্ষেত্রে তাদের কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনই হচ্ছে না, ইউজারের সম্পূর্ণ অজান্তেই তাদের নামে প্রতারকরা জারি করে নিচ্ছে ডুপ্লিকেট সিম। এর ফলে সেই ফোন নম্বরের সঙ্গে সংযুক্ত যাবতীয় ব্যাংক পাসওয়ার্ড, ওটিপি এবং কল যাচ্ছে হ্যাকারদের কাছে, আর সেগুলিকে কাজে লাগিয়ে খুব সহজেই লক্ষ লক্ষ ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে সক্ষম হচ্ছে জালিয়াতরা। তাই এই জাতীয় কেলেঙ্কারির হাত থেকে বাঁচতে চোখকান খোলা রাখুন। আপনার ফোন চালু থাকা সত্ত্বেও আচমকা বন্ধ হয়ে গেলে কিংবা আউট অফ রিচ দেখালে অবিলম্বে মোবাইল সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন।