মাত্র ১৯৪৭ টাকায় শুরু হচ্ছে Simple Energy-র ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং, মাইলেজ চমকানোর মতো!

এক চার্জে কতটুকু পথ চলবে? এই প্রশ্নবাণে বারবার জর্জরিত হয় বিভিন্ন দু’চাকার ইলেকট্রিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা। সন্তোষজনক উত্তরের অভাবে আজও পেট্রোলচালিত টু-হুইলারেই বেশি স্বাচ্ছন্দ্য দেশবাসী। সে পেট্রোলের দাম যতই সেঞ্চুরি পার করুক না কেন। ফলে একটা বিষয় পরিস্কার, যে কোম্পানি বেশি মাইলেজ দেবে, ইলেকট্রিক টু-হুইলারের বাজারে তার বাজিমাত করার সম্ভাবনা আরও বেশি। সেই লক্ষ্যেই কাজ করছে বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা সিম্পল এনার্জি (Simple Energy)। তবে বেস্ট-ইন-ক্লাস মাইলেজের পাশাপাশি প্রযুক্তির দিক থেকেও বেঞ্চমার্ক সৃষ্টি করতে চলেছে তারা। সংস্থাটির প্রথম ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ান (Simple One) ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিন লঞ্চ হতে চলেছে। প্রি-বুকিং সে দিনই শুরু হবে। তবে প্রশ্ন উঠছিল, কত টাকা লাগবে অগ্রিম বুকিং করতে? কৌতুহলের অবসান করে অফিসিয়াল লঞ্চের আগেই এবার প্রি-বুকিংয়ের মূল্য ঘোষণা করল সিম্পল এনার্জি।

Simple One: প্রি-বুকিং

যেহেতু ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে, তাই সেই বছরকে সূচিত করার জন্য প্রি-বুকিং মূল্য ১৯৪৭ টাকা ধার্য করা হয়েছে। ১৫ অগাস্ট বিকেল ৫টা থেকে বুকিং গ্রহণ করা হবে। আগামী বছর জানুয়ারিতে গ্রাহকদের কাছে ই-স্কুটারটি পৌঁছে যাবে বলে আমরা আশা করছি৷

Simple One: ব্যাটারি ও মোটর

সিম্পল ওয়ানের ব্যাটারি প্যাক সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। এমনকি সেই ব্যাটারি প্যাকের ছবিও টুইট করেছেন সিম্পল এনার্জির প্রতিষ্ঠাতা ও সিইও সুহাস রাজকুমার।

কিউবয়েডের মতো দেখতে এই ব্যাটারি প্যাকের বাইরের কেস মেটাল দিয়ে তৈরি। এটি পোর্টাবেল ব্যাটারি, অর্থাৎ স্কুটার থেকে খুলে নিজের ঘরে স্মার্টফোনের মতো চার্জে বসানো যাবে। ব্যাটারি প্যাকের ওজন ৬ কেজি। ধরার জন্য এর উপরে হ্যান্ডেল রয়েছে।

ব্যাটারি প্যাকটি সিম্পল এনার্জির তৈরি হলেও এর ভিতরের সেলগুলি বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। ব্যাটারির ক্যাপাসিটি ৪.৮ কিলোওয়াট আওয়ার, যা বর্তমানে ভারতের সবচেয়ে হাই টেক ইলেকট্রিক স্কুটারের এথার ৪৫০এক্স (২.৬১ কিলোওয়াট হাওয়ার) এর দ্বিগুণ। যে কারণে সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের স্কুটার ইকো মোডে একটানা ২৪০ কিমি পথ চলতে সক্ষম। টপ স্পিড হবে ১০০ কিমি/ঘন্টার কাছাকাছি। মাত্র ৩.১ সেকেন্ড ০-৪০ কিমি/ঘন্টা গতি তুলতে পারবে সিম্পল এনার্জির ই-স্কুটার। যা বেস্ট-ইন-ক্লাস!

Simple energy Electric Scooter Pre Booking

এছাড়া সিম্পল এনার্জি বর্তমানে দেশের একমাত্র অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স’ (ওইএম) যারা মোটরের ডিজাইন, ডেভেলপমেন্ট থেকে ম্যানুফ্যাকচারিং – সবটাই নিজেরা করেছে। মোটর ছাড়াও স্কুটারের ডিজাইন, সাইকেল পার্টস, থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, এবং ব্যাটারি প্যাকের পেটেন্ট নিয়েছে তারা।

মেক ইন ইন্ডিয়া’ স্বপ্নের এক আদর্শ বাস্তবায়ন হতে চলেছে সিম্পল এনার্জির হাত ধরে। কারণ, ব্যাটারি সেল বাদ দিলে, সিম্পল ওয়ানে ব্যবহৃত সমস্ত উপাদান ভারতের বাজার থেকে নেওয়া হয়েছে। যার ফলে উৎপাদন ব্যয় কমানো সম্ভব হয়েছে। আবার এই উদ্যোগে উৎপাদন ও ডেলিভারিতে আরও গতি আসবে।

Simple One: দাম

সিম্পল ওয়ানের দাম ১.১০ লাখ থেকে ১.২০ লাখ টাকার মধ্যে রাখা হবে বলে মনে করা হচ্ছে।

কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত এবং পঞ্জাব – প্রথম পর্যায়ে ভারতের এই ১৩টি রাজ্যে সিম্পল এনার্জি তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন