300 কিমি মাইলেজের ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইডের সূচি প্রকাশ করল Simple Energy, আপনার শহর আছে তালিকায়?

সম্প্রতি সিম্পল এনার্জি (Simple Energy) তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ান (Simple One)-এর ডেলিভারি পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের থেকে সময় চেয়ে নিয়েছে সংস্থাটি। তবে কথা মতোই তারা স্কুটারটির টেস্ট রাইড চালু করতে চলেছে। ২০ জুলাই থেকে যা সমগ্র ভারতে শুরু হতে চলেছে। ফলে কেনার আগেই স্কুটারটি চালিয়ে দেখে নেওয়ার সুযোগ পাবে গ্রাহকরা। টেস্ট রাইড প্রথম বেঙ্গালুরুতে শুরু হবে।

পরবর্তীতে চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, পুণে, পানাজি সহ অন্যান্য শহরের গ্রাহকদের সিম্পল ওয়ান চালিয়ে দেখার পরিষেবা চালু হবে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে গ্রাহকরা টেস্ট রাইডের স্লট বুকিং করতে পারবেন। সিম্পল ওয়ানের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটির দাম ১,০৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এর রেঞ্জ ২৩৬ কিলোমিটার বলা হলেও বাস্তবে ২০৩ কিমি মিলবে।

Simple Energy to begin simple one Electric Scooters

আবার লং-রেঞ্জ মডেলটির (ডুয়াল ব্যাটারি) দাম ১,৪৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এটি একবার সম্পূর্ণ চার্জে ৩০০ কিমি পথ অতিক্রম করবে বলে দাবি সংস্থার। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্কুটারটি ১,৯৪৭ টাকায় বুকিং করা যাচ্ছে। এদিকে চলতি বছরের শুরুতে সিম্পল জানিয়েছিল আরও সস্তায় ই-স্কুটার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের।

তামিলনাড়ুর হোসুরে তৈরি হবে সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ান। সিম্পল ওয়ানে রয়েছে একটি ৮.৫ কিলোওয়াট মোটর, যা থেকে ৭২ এনএম টর্ক পাওয়া যায়। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এর সময় লাগবে মাত্র ২.৮৫ সেকেন্ড। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০৫ কিমি। এতে উপস্থিত চারটি রাইডিং মোড – ইকো, রাইড, ড্যাশ ও সনিক।