Ola S1 কড়া প্রতিযোগিতার মুখে পড়বে, Simple Energy এর ই-স্কুটারের রোড টেস্টিং শুরু হল

গত ১৫ অগাস্ট, Ola S1 ও S1 Pro লঞ্চ হওয়ার দিনেই আত্মপ্রকাশ করেছিল Simple Energy এর ফ্ল্যাগশিপ Simple One ইলেকট্রিক স্কুটার। প্রতিশ্রুতি অনুযায়ী Ola আজ থেকে ডেলিভারি শুরু করছে। কিন্তু Simple One কবে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া তা যেমন অজানা, তেমনই চালিয়ে পরখ করে দেখার সুযোগ কবে মিলবে, সেটাও অস্পষ্ট। তবে তামিলনাড়ুতে বিশ্বের বৃহত্তম ই-স্কুটার কারখানা গড়ে তোলার জন্য সংস্থাটি গত সপ্তাহে যে মৌ সাক্ষর করেছে, তাতে মনে করা হচ্ছে, Simple One এর উৎপাদন এবং ডেলিভারিতে এবার গতি আসতে চলেছে। এখন রাস্তায় প্রকাশ্যে বৈদ্যুতিক স্কুটারটির টেস্টিং চলতে দেখা গেল। তার ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

রাইডিং গিয়ার পরিহিত একজন ক্যামোফ্লাজে ঢাকা সিম্পল ওয়ান ই-স্কুটার চালাচ্ছে। এই প্রথম টেস্টিং ট্র্যাক ছেড়ে সোজা সড়কপথে। সেই ছবিই এখন ভাইরাল। শোনা যাচ্ছে যে অগস্টে সামনে আনা সিম্পল ওয়ানের প্রোটোটাইপ মডেলের সঙ্গে তার প্রোডাকশন মডেলের ডিজাইনে কিছু অদলবদল করা হতে পারে, সে জন্যই বহিরঙ্গের স্টাইলিং আপডেটগুলি এখনই প্রকাশ না করার লক্ষ্যে ক্যামোফ্লাজ উপকরণে মোড়ানো হয়েছে। কী কী পরিবর্তন থাকবে, সেটা জানার জন্য আমাদের অবশ্য অপেক্ষা করতে হবে।

Photo Credit: BikeDekho

অগাস্টে সিম্পল ওয়ানের লঞ্চ ইভেন্টে যে স্পেসিফিকেশন ও ফিচারগুলির উল্লেখ করা হয়েছিল, তা সত্যিই সমীহ জাগানোর মতো। দুর্দান্ত ডিজাইন, হাই-টেক প্রযুক্তি, এবং ২৪০ কিলোমিটারের রেঞ্জ। মাথা ঘোরানোর জন্য যা যথেষ্ট। এবার বাস্তবে কতটা মজবুতি, রেঞ্জ, এবং পারফরম্যান্স দিতে সক্ষম সিম্পল ওয়ান, সেটাই এখন দেখার কাজ চলছে৷ এতএব, ভারতের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পরিবেশে, উঁচু-নীচু রাস্তায় সিম্পল ওয়ানের কর্মক্ষমতার এমন পরীক্ষা আরও চলবে বলে আশা করা যায়।

সিম্পল ওয়ান স্পেসিফিকেশনস ও ফিচার্স (Simple One Specifications and Features)

সিম্পল ওয়ান (Simple One) ইলেকট্রিক স্কুটারে ৪.৮ কিলোওয়াট ব্যাটারি (একটি ফ্লোরবোর্ডের তলায় ও আরেকটি সিটের নীচে) ও ৭ কিলোওয়াট ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। সিম্পল ওয়ানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ১০৫ কিলোমিটার এবং এক চার্জে যেতে পারে ২৩৬ কিলোমিটার পর্যন্ত। ব্যাটারি চার্জ হতে সময় লাগে ৪ ঘন্টা৷ আবার ব্যাটারিতে ফাস্ট চার্জিংয়ের অপশন রয়েছে।

এছাড়া, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ড্যাশবোর্ড, ৩০ লিটার বুট স্টোরেজ, রাইডিং মোড (চারটে) ফুল এলইডি লাইটিং, অনবোর্ড নেভিগেশন, মিউজিক, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, জিওফেন্সিং, রিমোট টেলিমেট্রি, ওটিএ আপডেট, ফাইন্ড মাই ভেহিকল-সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার সহযোগে এসেছে এই বিদ্যুৎচালিত স্কুটার।

সিম্পল ওয়ান দাম (Simple One Price)

সিম্পল ওয়ানের ই-স্কুটারের দাম ১.১০ লক্ষ টাকা। সরকারের ভর্তুকি ধরলে আরও সস্তা কেনা যাবে এটি। কালো, লাল, নীল, এবং সাদা রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। স্থানীয় ভাষায় এদের একটা পোশাকি নামও দেওয়া হয়েছে।

সিম্পল এনার্জি ফ্ল্যাক্টরি (Simple Energy Factory)

তামিলনাড়ুর হোসুরের কাছে ২ লক্ষ স্কোয়ার ফিট জমির উপরে সংস্থার প্রথম কারখানা গড়ে উঠছে  বছরে প্রায় ১০ লক্ষ বৈদ্যুতিক স্কুটার তৈরি হবে এই কারখানায়। আগামী বছরের প্রথম দিকে কারখানায় কাজ চালু হয়ে যাবে। এখানেই তৈরি হবে সংস্থার ফ্ল্যাগশিপ ই-স্কুটার।

এছাড়াও, সিম্পল এনার্জি (Simple Energy) ধর্মাপুরীতে ৬০০ একর জমির উপর তাদের দ্বিতীয় কারখানার তৈরি করতে ১০০০ কোটি টাকা লগ্নি করবে। সেখানে ২০২৩-এ পুরোদমে উৎপাদন চালু করা হবে। সিম্পল এনার্জির প্রস্তাবিত ৬০০ একরের এই কারখানা তামিলনাড়ু কৃষ্ণাগিরি জেলায় অবস্থিত ওলার ফিউচারফ্যাক্টরি থেকেও বড় হবে। অর্থাৎ এটিই হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম দুই চাকার বৈদ্যুতিক গাড়ির কারখানা।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago