2022 Skoda Slavia: বহু প্রতীক্ষিত স্কোডা স্লাভিয়া আজ ভারতে লঞ্চ হল, Maruti Ciaz ও Honda City-এর সঙ্গে হবে লড়াই

2022 Skoda Slavia ভারতের বাজারে আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। 1.0 টিএসআই ইঞ্জিন সহ এসেছে এটি। এমনকি আজ থেকেই 2022 Skoda Slavia-র 1.0 টিএসআই মডেলটির টেস্ট ড্রাইভ এবং ডেলিভারি শুরু হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে। Active, Ambition ও Style – এই তিনটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে গাড়িটি। অন্যদিকে এর অধিক শক্তিশালী 1.5 টিএসআই মডেলটি সামনের বৃহস্পতিবার বাজারে পা রাখতে চলেছে। আসুন Skoda Slavia-র ২০২২ অবতারেরর দাম, ফিচার, ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

২০২২ স্কোডা স্লাভিয়া ডিজাইন ও ফিচার্স (2022 Skoda Slavia Design & Features)

২০২২ স্কোডা স্লাভিয়ার নতুন ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র স্টাইলিং নজরে পড়বে৷ ভারতীয় ক্রেতাদের মন জিতে নেওয়ার জন্য চমৎকার ডিজাইনের সাথে এসেছে গাড়িটি। ডিজাইনিংয়ের দিক থেকে আবার Skoda Octivia ও Superb মডেল দুটির সাথে অনেকাংশেই যোগসাজশ রয়েছে এর।

গাড়িটি Volkswagen গোষ্ঠীর স্থানীয় MQB-A0-IN প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে। যা স্কোডার অপর একটি গাড়ি কুশাক (Kushaq)-এও ব্যবহার করা হয়েছিল। নতুন স্লাভিয়া লম্বায় ৪,৫৪১ মিমি, চওড়ায় ১,৭৫২ মিমি এবং উচ্চতায় ১,৪৮৭ মিমি। আবার গাড়িটির সামনের এবং পেছনের চাকার মধ্যবর্তী দূরত্ব ২,৬৫১ মিমি। ১৭৯ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ গাড়িটি এই সেগমেন্টের বৃহত্তম মডেল হিসেবে পরিগণিত হয়েছে।

২০২২ স্কোডা স্লাভিয়ার বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে একটি ফ্রি স্ট্যান্ডিং ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ডুয়েল টোন সহ ব্ল্যাক ইন্টেরিয়ার থিম। এছাড়াও আছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সাপোর্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, একটি সানরুফ, একটি ওয়্যারলেস চার্জার, রিয়ার এসি ভেন্ট ইত্যাদি। নিরাপত্তাজনিত ফিচারের মধ্যে এতে দেওয়া হয়েছে ৬ টি এয়ারব্যাগ, ইএসসি, ইলেকট্রনিক ডিফারেন্সিয়াল সিস্টেম (EDS) এবং একটি টায়ার প্রেসার মনিটর।

২০২২ স্কোডা স্লাভিয়া ইঞ্জিন (2022 Skoda Slavia Engine)

2022 Skoda Slavia-র 1.0 লিটার ইঞ্জিনটি থেকে ১১৫ হর্স পাওয়ার ও ১৭৫ নিউটন মিটার আউটপুট পাওয়া যাবে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে এতে আছে ৬-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ার বক্স (দুটি ট্রান্সমিশনের বিকল্পেই বেছে নেওয়া যাবে) । ARAI দ্বারা এর পরীক্ষিত ম্যানুয়াল পাওয়ারট্রেনের মাইলেজ ১৯.৪৭ কিমি/লিটার। অন্যদিকে অটোমেটিক পাওয়ারট্রেনের মাইলেজ ১৮.০৭ কিমি/লিটার।

2022 Skoda Slavia Price & Rivals (২০২২ স্কোডা স্লাভিয়া দাম ও প্রতিদ্বন্দ্বী)

2022 Skoda Slavia 1.0 TSI ভার্সনের দাম শুরু হচ্ছে ১০.৬৯ লক্ষ থেকে এবং টপ-ইন্ড ট্রিমের মূল্য ১৫.৩৯ টাকা (এক্স-শোরুম)। Honda City, Hyundai Verna ও Maruti Suzuki Ciaz-এর সাথে গাড়িটির জোরদার প্রতিযোগিতা চলবে।