এই বর্ষার মরশুমে খারাপ হতে পারে সাধের Smart TV, যদি মাথায় না রাখেন এইসব বিষয়

বছরের পর বছর ধরে বিনোদনের রসদ হয়ে থাকা টিভির এখন ধরণ-ধারণে অনেকটাই বদল এসেছে। বর্তমানে আমাদের এই আধুনিক জীবনের একটা বড় অঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্মার্ট…

বছরের পর বছর ধরে বিনোদনের রসদ হয়ে থাকা টিভির এখন ধরণ-ধারণে অনেকটাই বদল এসেছে। বর্তমানে আমাদের এই আধুনিক জীবনের একটা বড় অঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্মার্ট টিভি (Smart TV)। এই কারণে একদিকে যেমন সাধারণ মানুষ স্মার্ট টিভি কেনার দিকে ব্যাপকভাবে ঝুঁকছেন, ঠিক তেমনই আবার বিভিন্ন কোম্পানি একের পর এক নতুন মডেল লঞ্চ করে চলেছে। কিন্তু শুধু স্মার্ট টিভি কিনলেই তো আর কাজ শেষ হয়না, সেটিকে বিনা ঝঞ্ঝাটে ব্যবহার করতে যথাবিধ যত্ন নেওয়া বা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন – বিশেষ করে এই বর্ষাকালে। কারণ বৃষ্টির মরশুমে স্মার্ট টিভির সুরক্ষায় গুরুত্ব না দিলে হতে পারে বড় ক্ষতি। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা স্মার্ট টিভি সংক্রান্ত এমন কয়েকটি বিষয়ের কথা বলব, যেগুলি ইউজার হিসেবে মাথায় রাখা আবশ্যক। এই বিষয়গুলি খেয়াল রাখলে আপনার টিভির ক্ষতি তো এড়ানো যাবেই, পাশাপাশি আপনি পাবেন সেরা ভিডিও বিনোদন৷

বর্ষায় ক্ষতির মুখে পড়তে পারে Smart TV, মাথায় রাখুন এই টি বিষয়

১. ওয়্যারিং চেক: বৃষ্টির আবহাওয়ায় টিভির সাথে সংযুক্ত তারের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশের এলাকায় ওয়্যার সংক্রান্ত বিপত্তি থাকলে, স্মার্ট টিভি ব্যবহার করার আগে অবশ্যই তা বিশেষজ্ঞের পরামর্শমতো ঠিক করে নিন।

২. পরিবেশ থেকে রক্ষা: স্মার্ট টিভিকে সবসময় বৃষ্টি এবং আর্দ্রতা থেকে রক্ষা করুন। যদি আপনার টিভির কাছাকাছি কোনো জানালা থাকে, তবে নিশ্চিত করুন যে বৃষ্টির সময় ঠিকঠাক বন্ধ রয়েছে এবং কোনোভাবে টিভি ভেজার সম্ভাবনা নেই। তাছাড়া টিভির ওয়্যারলেস ইন্টারনেট রাউটারটিকেও নিরাপদ জায়গায় রাখা প্রয়োজন।

৩. সুইচ এবং ভোল্টেজের সুরক্ষা: আপনার স্মার্ট টিভিকে এই ঝড়-বাদলের দিনে নিরাপদ রাখতে সুইচের প্রতি যত্ন নিন। এছাড়া ইলেকট্রিক ভোল্টেজের ওপরেও নজর রাখুন। বিদ্যুতের সমস্যায় কিংবা বজ্রপাত হলে টিভি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের ঘটনা এড়াতে, একটি ভোল্টেজ স্টেবিলাইজার বা আনইন্টারাপ্টেড্ পাওয়ার সাপ্লাই (UPS) ব্যবহার করুন।

৪. শুকনো হাতে স্মার্ট টিভি ব্যবহার: আপনি যখন স্মার্ট টিভি ব্যবহার করছেন, তখন খেয়াল রাখুন যে আপনার হাত শুকনো আছে কিনা। আসলে টিভির বোতাম, রিমোট বা টাচস্ক্রিন ভেজা হাতে স্পর্শ করা উচিত নয় – এতে বৈদ্যুতিক শক খাওয়ার ঝুঁকি থাকতে পারে।