প্রথম সেলে ৫০০ টাকা ছাড়, Realme Dizo Watch সস্তায় ভারতে লঞ্চ হল

Realme-এর টেক লাইফ ব্র্যান্ড, Dizo ভারতে তাদের প্রথম স্মার্টওয়াচ, Dizo Watch লঞ্চ করলো। সাশ্রয়ী মূল্যের এই নয়া স্মার্টওয়াচটির লুক যেমন দুর্দান্ত, তেমনই আকর্ষণীয় এর ফিচারগুলি। ডিজো ওয়াচে আছে আয়তকার কালার টাচস্ক্রিন ডিসপ্লে, ৯০টি স্পোর্টস মোড, লাইভ ওয়াচ ফেস, ব্লুটুথ ভি৫.০ কানেকশন, ব্লাড অক্সিজেন এবং হার্ট-রেট মনিটরিং সেন্সর। আবার জল-ধুলোতে যাতে ডিভাইসটি সুরক্ষিত থাকে তার জন্য এতে আছে IP68 রেটিং। আবার এই ডিজো ওয়াচ একটানা ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে কোম্পানি দাবি করেছে। Dizo Watch বাজারে উপলব্ধ অন্যান্য স্মার্টওয়াচ, যেমন Noise Colorfit Nav এবং Amazfit Bip U কে টেক্কা দেবে।

Dizo Watch দাম ও লভ্যতা

ভারতে, ডিজো ওয়াচকে ৩,৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। যদিও এটিকে প্রথম সেলে ২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। কার্বন গ্রে এবং সিলভার কালারের সাথে আসা এই নয়া স্মার্টওয়াচটির সেল, আগামী ৬ই আগস্ট (শুক্রবার) দুপুর ১২টা থেকে ই-কমার্স সাইট Flipkart -এ শুরু হবে।

Dizo Watch স্পেসিফিকেশন

ডিজো ওয়াচে, ১.৪ ইঞ্চির TFT ডিসপ্লে আছে। এই ডিসপ্লের স্ক্রিন ব্রাইটনেস ৬০০ নিট, পিক্সেল ডেনসিটি ৩২৩ পিপিআই এবং রেজোলিউশন ৩২০x৩২০ পিক্সেল। স্বাস্থ্যের ওপর নজরদারি করার জন্য এই ওয়্যারেবলে বেশ কয়েকটি হেলথ ফিচার অন্তর্ভুক্ত থাকছে। যেমন, রিয়েল-টাইম হার্ট রেট মনিটরিংয়ের জন্য স্মার্টওয়াচে একটি পিপিজি (PPG) সেন্সর রয়েছে। আর SpO2 লেভেল ডিটেক্ট করতে এটিতে পাওয়া যাবে ব্লাড অক্সিজেন মনিটর। তবে, এই ওয়াচ কোনো দেশের মেডিকেল বোর্ড দ্বারা অনুমোদিত না।

অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য রিয়েলমি ডিজো ওয়াচে ৯০টি স্পোর্টস মোড পাওয়া যাবে। এগুলির মধ্যে, রানিং, ওয়াকিং, ইনডোর এবং আউটডোর সাইকেলিং, স্পিনিং, হাইকিং, বাস্কেটবল, যোগা, রোয়িং, এলিপ্টিকাল, ক্রিকেট, স্ট্রেনথ ট্রেনিং, ফ্রি ওয়ার্ক আউটের মতো বেসিক কিছু অ্যাক্টিভিটিও সামিল থাকছে। ফিটনেস ফিচারের পাশাপাশি এই ওয়্যারেবলটি আপনার দৈনিক ও সাপ্তাহিক ব্যায়াম করার সময়কালের রেকর্ড রাখবে। সাথে ইউজাররা কতটা ক্যালোরি ঝরিয়েছেন তারও হিসাব রাখবে রিয়েলমি ডিজো ওয়াচ।

সর্বোপরি, এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। এছাড়া, রিয়েলমি লিঙ্ক অ্যাপের (Realme Link app) সাথে এই স্মার্টওয়াচকে কানেক্ট করে ব্যবহার করলে, এটি রিয়েলমি এবং ডিজো ডিভাইসগুলির ক্ষেত্রে নিয়ন্ত্রক হিসাবে কাজ করবে। ইউজাররা রিয়েলমি সহ ডিজোর ইয়ারবাডকেও এই স্মার্টওয়াচের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।

কানেক্টিভিটির কথা বললে, ডিজো ওয়াচে দ্রুত সংযোগের জন্য ব্লুটুথ ভি৫.০ সাপোর্ট পাওয়া যাবে। এতে ৩১৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা একটানা ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এই স্মার্টওয়াচ IP68 সার্টিফিকেশন প্রাপ্ত, তাই এটি ধুলো এবং জল রোধী। ডিজো ওয়াচের পরিমাপ ২৫৭.৬x৩৫.৭x১২.২ মিমি এবং এর ওজন ৩৮ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন