Smartphone Overheating Tips Why your phone is hot and tips to stop

Smartphone Overheating Tips: গরমে হাতে রাখতে পারছেন না মোবাইল ফোন, কীভাবে ঠান্ডা রাখবেন জেনে নিন

বর্তমানে গরমের প্রকোপ কিছুটা কমলেও কয়েক সপ্তাহ আগেই প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল তাপমাত্রা। আর এই গরমে যেমন মানুষের শরীর ঠান্ডা রাখা প্রয়োজন, ঠিক তেমনি আমাদের রোজকার ব্যবহৃত যন্ত্র গুলিকেও ঠান্ডা রাখা দরকার। কারণ, অত্যধিক তাপের ফলে সহজেই এগুলিও বিকল হয়ে যেতে পারে। আর এই মুহূর্তে দেশের সবথেকে বেশি ব্যবহৃত যন্ত্র হলো Smartphone। একেও গরম থেকে রক্ষা করতে হলে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। তবে বেশিরভাগ মানুষেরই এই বিষয়ে সম্যক জ্ঞান থাকেনা। তাই এই প্রতিবেদনে আমরা জানাবো গ্রীষ্মকালে কিভাবে Smartphone ব্যবহার করবেন এবং কোন কৌশলগুলি অনুসরণ করলে আপনার Smartphone কম তাপমাত্রা উৎপন্ন করবে। আসুন বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

গ্রীষ্মকালে কিভাবে Smartphone-এর যত্ন নেবেন

আপনার স্মার্টফোন-এর ব্যাটারিকে ৩০ শতাংশের নিচে নামতে দেবেন না। কারণ, ব্যাটারি স্তর অত্যধিক নিচে নেমে গেলে চার্জ হওয়ার সময় ব্যাটারি চার্জার থেকে অতিরিক্ত শক্তি চাইবে। যার ফলে ডিভাইসে আরো তাপ উৎপন্ন হবে এবং সেটি গরম হয়ে উঠবে। আর ফার্স্ট চার্জিং ফিচার যুক্ত ডিভাইসের ক্ষেত্রে এই সমস্যা আরো গুরুতরভাবে দেখা দিতে পারে। এছাড়াও মনে রাখবেন, চার্জ দেওয়ার সময় সর্বদাই ডিভাইসের জন্য নির্দিষ্ট চার্জারটি ব্যবহার করবেন।

গাড়ি চালানোর সময় অনেকেই মোবাইলের লোকেশন, ডেটা, ওয়াইফাই এবং জিপিএস একসাথে ব্যবহার করে থাকেন, যার ফলে ফোনের উপর ব্যাপক চাপ পড়ে, এবং ডিভাইসটি উত্তপ্ত হয়ে ওঠে। তাই ভ্রমণের সময় আপনাকে নিশ্চিত করতে হবে যে, ফোনটি যেন সরাসরি সূর্যের আলোর মধ্যে না থাকে। আর চেষ্টা করতে হবে যে, ডিভাইসটি যেন গাড়িতে স্থিত এসির কাছাকাছি থাকে অথবা ঠান্ডা কোনো জায়গায় থাকে। এছাড়াও, আপনি যদি বাইকে থাকেন তাহলে ফোনটিকে পকেটে না রেখে, ব্যাগের ভেতর রাখার চেষ্টা করতে হবে।

যে সমস্ত ব্যবহারকারীরা ফোনে গেম খেলতে পছন্দ করেন, গরমকালে তাদের গেম খেলা কমানো দরকার। এছাড়াও, এই সময় দীর্ঘক্ষন ধরে ভিডিও কনটেন্ট দেখাও বেশ ঝুঁকিপূর্ণ।

ফোনের তাপমাত্রা বাড়ানোর জন্য স্ক্রিনের উজ্জ্বলতা বৃদ্ধিও আরেকটি বড় কারণ। তাই সব সময়ই গরমকালে ফোনের উজ্জ্বলতা কমিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়।

সবশেষে জানাই ফোনে কথা বলার সময়ও কমিয়ে আনা দরকার। কারণ, অধিক পরিমাণে কথা বললেও Smartphone-এর তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং এতে সমস্যা দেখা দিতে পারে।