Smartphone Slow Problem: স্মার্টফোন স্লো হয়ে গেছে? এই কাজ করলে দ্রুত চলবে

বর্তমানে দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী স্মার্টফোন। এর মাধ্যমে অনেক কাজই এখন সহজে করা যায়। তবে যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অতিরিক্ত ব্যবহার করলে স্লো হয়ে যায়।…

বর্তমানে দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী স্মার্টফোন। এর মাধ্যমে অনেক কাজই এখন সহজে করা যায়। তবে যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অতিরিক্ত ব্যবহার করলে স্লো হয়ে যায়। স্মার্টফোনের ক্ষেত্রেও এর অন্যথা হয় না। জানিয়ে রাখি, স্মার্টফোন স্লো হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। তবে আপনি যদি কয়েকটি কৌশল অবলম্বন করেন, তাহলে সহজেই ডিভাইসের গতি বাড়াতে পারেন

স্মার্টফোন স্লো হয়ে গেলে কি করবেন

Smartphone-এ অনেক বেশি অ্যাপ ইনস্টল করা থাকলে, এর র‍্যাম কম হলে অথবা ইন্টারনাল স্টোরেজ ভর্তি হয়ে গেলে এটি স্লো হয়ে যেতে পারে। তবে হ্যান্ডসেটের গতি কমে আসার পিছনে কিছু সাধারণ সমস্যাও থাকে। আর খুব সহজেই এই সমস্যার সমাধান করা রায়। নিচে এই সমস্যা সমাধানের কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করা হলো –

১) স্মার্টফোনে ইনস্টল থাকা অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন।

২) স্মার্টফোন থেকে ভারী এবং অবাঞ্ছিত ফাইল মুছে ফেলুন।

আর এর জন্য “Settings”-এ যান। তারপর “Storage” অপশনে গিয়ে “Apps”-এ ক্লিক করুন। এখানে আপনি আপনার ইনস্টল করা সমস্ত অ্যাপের তালিকা খুঁজে পাবেন। এবার এখন থাকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুছে ফেলুন।

৩) ফোনের ক্যাশে অপসারিত করুন।

৪) সফটওয়্যার আপডেট করুন।

কিভাবে সেফ মোড ব্যবহার করবেন?

উপরিউক্ত পদক্ষেপগুলি অনুসরণ করার পরেও যদি আপনার Smartphone-টি ধীরে চলতে থাকে, তবে আপনার সেফ মোড ফিচারটি ব্যবহার করা উচিত। আর এর জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

১) প্রথমে ফোনের পাওয়ার বাটন চাপুন। তারপর আপনি দুটি অপশন দেখতে পাবেন। যথা – স্মার্টফোনটি বন্ধ করুন এবং পুনরায় চালু করুন।

২) এবার ‘স্মার্টফোনটি বন্ধ করুন’ অপশনে দীর্ঘক্ষণ প্রেস করে ডিভাইসটি বন্ধ করুন।

৩) এবার আপনি সেফ মোডে ফোন চালু করার অপশন পাবেন। আর আপনি যদি দেখেন যে, সেফ মোডে ফোন চালু করার পরে আগের চেয়ে দ্রুত গতিতে চলছে, তাহলে এর অর্থ হল, আপনার ডিভাইসে এমন কিছু অ্যাপ রয়েছে যা ডিভাইসের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে। এরজন্য আপনি ফোনের ডেটা রিসেট করতে পারেন।