10 হাজারের কমে 12GB র‍্যাম ও 50MP ক্যামেরা, দেশের সবচেয়ে সাশ্রয়ী 5G ফোন এখন মিলছে আরও সস্তায়!

আপনি কি এই ২০২৩ বছরটি শেষের আগে একটি 5G ফোন কেনার কথা ভাবছেন, তাও আবার ১০,০০০ টাকার কম দামে? তাহলে Amazon India-র একটি অফার মিস করা আপনার জন্য একদমই ঠিক হবেনা। আসলে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি এখন সাশ্রয়ী মূল্যের itel P55 5G ফোনটি আরও সস্তায় বেচছে। আপনি এটি MRP-র থেকে অনেক কম দামে মাত্র ৯ হাজার টাকা দিয়ে হাতের মুঠোয় পেয়ে যাবেন। ফিচারের কথা বললে, itel P55 5G স্মার্টফোনে বিশাল স্টোরেজ, ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে 50MP AI ক্যামেরা ইত্যাদি বৈশিষ্ট দেখা যাবে। তো আসুন, দেখে নিই Amazon এখন itel P55 5G-তে ঠিক কী অফার দিচ্ছে এবং এতে কী কী ফিচার পাওয়া যাবে।

Amazon Offer: ১০ হাজারের কমেই পাবেন এই দুর্দান্ত 5G ফোন

আইটেল পি৫৫ ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম (ভার্চুয়াল র‍্যামসহ) ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি এমনিতে ১৩,৪৯৯ টাকা, কিন্তু অ্যামাজনের অফারে এখন এটি ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্ট মিলিয়ে আপনি আরও হাজার টাকা ডিসকাউন্ট মানে স্মার্টফোনটি ৮,৯৯৯ টাকায় পেতে পারেন।

এখানেই শেষ নয়, ফোনটিতে ৯,৪৫০ টাকার দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও উপলব্ধ রয়েছে (শর্তাবলি প্রযোজ্য)। মানে পুরোনো ফোনের বদলে এটি কিনলে আরো অনেকগুলি টাকা বাঁচানো যাবে। চাইলে এটি কিস্তিতেও কেনা যেতে পারে, আইটেল পি৫৫ ৫জি-র মাসিক ইএমআই শুরু হচ্ছে ৪৮৫ টাকা থেকে।

itel P55 5G-র স্পেসিফিকেশন

আইটেল পি৫৫ ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, যার সাথে মিলবে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এটি ৬ জিবি ভার্চুয়াল র‍্যামেরও সাপোর্ট দেবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তির সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। আবার, ফটোগ্রাফির জন্য সেরা এই আইটেল স্মার্টফোন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সযুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

উল্লেখ্য, কাউন্টারপয়েন্ট রিসার্চ, তাদের গত সেপ্টেম্বর ২০২৩-এর রিপোর্টে এই ফোনটিকে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন হিসাবে উল্লেখ করেছিল।