Categories: Tech News

ভারত সরকারের বড় সতর্কবার্তা, যেখানে সেখানে ফোন চার্জ দিয়ে বিপদ ডেকে আনছেন না তো?

বর্তমানে অনেকেই আছেন যারা ভ্রমণের সময় পাবলিক ইউএসবি চার্জার (Public USB Charger) থেকে স্মার্টফোন চার্জ করে থাকেন। আর আপনিও যদি এই কাজ করে থাকেন, তাহলে বলে রাখি, এই অসাবধানতা আপনাকে বড়সড়ো বিপদে ফেলতে পারে। আর সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে ভারত সরকার। প্রকৃতপক্ষে, ভারত সরকার স্মার্টফোন ব্যবহারকারীদের “USB Charger Scam” সম্পর্কে সতর্ক করেছে, যা মূলত পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহার করা কালিন ডিভাইসগুলিকে নিশানা করে থাকে।

সম্প্রতি ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম অর্থাৎ CERT-In দেশবাসীকে বিমানবন্দর, হোটেল, বাসস্টেশন, রেলওয়ে স্টেশন এবং ক্যাফের মতো স্থানে উপলব্ধ ফোন চার্জিং স্টেশনগুলি ব্যবহার না করার পরামর্শও দিয়েছে। তারা জানিয়েছে যে, সাইবার অপরাধীরা প্রতারণা করার জন্য এই ধরনের স্থানে ইন্সটল করা পাবলিক ইউএসবি চার্জার ব্যবহার করতে পারে, যাকে বলা হয় জুস জ্যাকিং।

জুস জ্যাকিং কি?

জুস জ্যাকিং স্ক্যামে সাইবার অপরাধীরা চার্জারে সংযুক্ত ডিভাইসগুলি থেকে ডেটা চুরি করতে বা সেগুলিতে ম্যালওয়্যার ইনস্টল করার জন্য ব্যবহার করে।

যদিও এই সমস্যাটি এখনো ব্যাপক মাত্রা ধারণ করেনি, তবুও স্মার্টফোন ব্যবহারকারীদের এই বিপদ সম্পর্কে সচেতন থাকা উচিত। আর তাই সিইআরটি-ইন সকল ব্যবহারকারীদের এই সমস্যা সম্পর্কে অবহিত করেছে এবং তাদের ডিভাইসগুলিকে সুরক্ষিত রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।

কিভাবে জুস জ্যাকিং এড়িয়ে যাবেন?

সিইআরটি-ইন-এর মতে খুব সহজেই যে কোনো প্রতারক এই কাজ করতে পারে। তাই পাবলিক চার্জিং পয়েন্ট থেকে ফোন বা ট্যাবলেট চার্জ করার সময় সর্বদা কয়েকটি বিষয় মনে রাখা প্রয়োজন। যথা-

ভ্রমণের সময় ফোন চার্জ করার জন্য পাবলিক ইউএসবি চার্জারের পরিবর্তে ট্র্যাডিশনাল ইলেকট্রিক্যাল পাওয়ার আউটলেটগুলি ব্যবহার করা উচিত। কারণ, এটি করলে সমস্যা কিছুটা হলেও এড়ানো যায়। তাই ব্যবহারকারীদের সর্বদা একটি পাওয়ার অ্যাডাপ্টার নিজের সঙ্গে রেখে দেওয়া দরকার।

বর্তমানে বাজারে অনেক ফাস্ট চার্জিং এবং বড় ব্যাটারি ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাঙ্ক উপলব্ধ। তাই পাবলিক চার্জিং পয়েন্ট এড়িয়ে যাবার আর একটি ভালো উপায় হলো পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা।

সর্বদা স্মার্টফোন বা ট্যাবলেটে শক্তিশালী লক ব্যবহার করুন।

অজানা ডিভাইসের সাথে স্মার্টফোন এবং ট্যাবলেট সংযুক্ত করবেন না।

আপনি যদি নিরুপায় হয়ে কখনো কোনো পাবলিক চার্জিং পয়েন্ট থেকে চার্জ করেন, তাহলে অবশ্যই ফোনটি প্লাগ ইন করার আগে সুইচ অফ করে দেবেন। কারণ, এটি সাইবার অপরাধীদের দ্বারা ডিভাইস টার্গেট করার ঝুঁকি হ্রাস করে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

13 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

57 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago