Redmi Note 10S থেকে OnePlus Nord CE, নতুন স্মার্টফোনের উপর বাম্পার ছাড় দিচ্ছে Amazon

বছরের শেষে নতুন স্মার্টফোন ক্রেতাদের জন্য একাধিক নজরকাড়া অফার নিয়ে হাজির হয়েছে অ্যামাজন (Amazon)। গতকাল থেকে জনপ্রিয় এই ই-কমার্স প্ল্যাটফর্মে ইয়ার-এন্ড সেলের (Year-End Sale) সূচনা হয়েছে, যা চলবে বছরের একদম শেষ পর্যন্ত। ফলে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত আগ্রহীরা এখানে বাজার অপেক্ষা অনেক কম দামে নতুন স্মার্টফোন কিনতে পারবেন। শুধু এটুকুই নয়, বরং Amazon -এর এই বর্ষশেষের সেল উপলক্ষ্যে নতুন স্মার্ট টিভি কেনার উপরেও থাকছে আকর্ষণীয় ছাড়। সুতরাং নতুন বছরে পা দেওয়ার আগেই Amazon Year-End Sale থেকে কেনাকাটা করে নিজের পছন্দের প্রোডাক্ট ঘরে নিয়ে আসুন।

Amazon Year-End Sale – নতুন স্মার্টফোন কিনলে থাকছে নিশ্চিত ছাড়

প্রথমেই বলে রাখি, অ্যামাজনের চলতি সেলে নতুন স্মার্টফোন ও স্মার্ট টিভি ক্রয়ের উপরে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। স্মার্টফোনের কথা বলতে গেলে এই সেলকে কেন্দ্র করে ক্রেতারা বাজারে জনপ্রিয় Redmi 9A, Redmi Note 10S, Xiaomi 11 Lite NE 5G, Samsung Galaxy M Series, Samsung Galaxy S20 FE 5G, Realme Narzo 50A, OnePlus Nord CE প্রভৃতি ডিভাইস অন্য সময়ের তুলনায় অপেক্ষাকৃত কম দামে কিনতে সমর্থ হবেন। তাছাড়া ক্রেতাদের খুশিকে দ্বিগুণ করতে থাকছে দুর্দান্ত ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার। উপরন্তু প্রোডাক্ট কেনাকাটার ক্ষেত্রে এখানে থাকবে পুরো ১২ মাসের No-Cost EMI সুবিধা। তাই সবমিলিয়ে অ্যামাজনের বছর শেষের সেল নতুন স্মার্টফোন ও স্মার্ট টিভি কিনিয়েদের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে চলেছে।

উপরোক্ত অফারগুলি ছাড়া অ্যামাজনের ইয়ার-এন্ড সেল থেকে নতুন স্মার্টফোন বা স্মার্ট টিভি কেনার সময় Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ডে পুরো ১,৫০০ টাকার ক্যাশব্যাক মিলবে! এছাড়া Amazon Prime সদস্যেরা এই সেলের লাভ উঠিয়ে ২০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন! সঙ্গে তারা ৬ -মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং ৩ -মাসের বাড়তি নো-কস্ট ইএমআই সুবিধা পেয়ে যাবেন। ফলে নতুন স্মার্টফোন কিনলে তাদের মাস প্রতি পরিশোধযোগ্য ইএমআই মূল্যের পরিমাণ কমে যাবে।

অ্যামাজনের ইয়ার-এন্ড সেলের আকর্ষণীয় ডিলগুলির মধ্যে প্রথমেই OnePlus Nord 2 5G সংক্রান্ত অফারের কথা উল্লেখ করতে হয়। সেল উপলক্ষ্যে এই ফোনের ৮ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৯,৯৯৯ টাকা। এক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে পুরো ২,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট! তাছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ক্রেতারা পাবেন ১৬,৯৫০ টাকা পর্যন্ত বাড়তি ছাড়! উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোন ৬.৪৩ ইঞ্চি ও ৯০ হার্টজ (Hz) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেট দ্বারা পরিচালিত।

এছাড়া সেলকে কেন্দ্র করে OnePlus Nord CE 5G স্মার্টফোনটি ২৪,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে এখানে মিলবে ১,৫০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। একইসাথে পুরনো ফোন এক্সচেঞ্জ করে ক্রেতারা এক্ষেত্রে সর্বোচ্চ ১৬,৯৫০ টাকা পর্যন্ত সাশ্রয়ের মুখ দেখতে পারেন।

অন্যদিকে সেল উপলক্ষ্যে Redmi Note 10S ডিভাইসের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা। পূর্বোক্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে এক্ষেত্রেও ১,০০০ টাকার ছাড় পাওয়া যাবে। তাছাড়া এক্সচেঞ্জ বোনাস বাড়তি ডিসকাউন্ট সংগ্রহের সুযোগ তো রয়েছেই!

পরিশেষে Xiaomi 11 Lite NE 5G ডিভাইসের কথা বলি। আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে এই ফোনের উপরে মিলবে সম্পূর্ণ ২,৫০০ টাকার ছাড়! এছাড়া পুরনো ফোন বদলের বিনিময়ে ক্রেতারা ১৯,৫০০ টাকা পর্যন্ত কম দামে এই স্মার্টফোন কিনে নিতে পারবেন।