Xiaomi, OnePlus, Realme-র ২৫ হাজার টাকার কমের এই ফোনগুলি বাজার কাঁপাচ্ছে

স্মার্টফোনের ফিচার ও বাজেট নিয়ে নানা জনের নানা মত থাকে। কেউ একদম সাশ্রয়ী মূল্যের ফোন খোঁজেন, তো কেউ আবার হ্যান্ডসেটে প্রিমিয়াম ফিচারের চাহিদা রাখেন। তবে, কিছু ক্রেতা আছেন, যারা মিড-রেঞ্জে অ্যাডভান্স ফিচার সমন্বিত স্মার্টফোন ব্যবহার করতে চান। আপনিও যদি এই তালিকাভুক্ত হন, তাহলে আজ আমরা ২৫,০০০ টাকার মধ্যে উপলব্ধ স্মার্টফোনের খোঁজ দেব। যাতে, উন্নত ডিসপ্লে প্যানেল, ট্রিপল বা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, অ্যাডভান্স প্রসেসর এবং ফাস্ট চার্জিং টেকনোলজি সহ ৫,০০০এমএএইচ পর্যন্ত ব্যাটারি পাবেন। উল্লেখিত ফিচারের সাথে আসা সেরা ৫টি মিড-রেঞ্জ স্মার্টফোনগুলি হল – OnePlus Nord CE 2 5G, Realme 9 Pro+, Motorola Edge 20 Fusion, iQoo Z5 এবং Mi 10i। আসুন তাহলে উল্লেখিত স্মার্টফোনগুলির দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

২৫,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

​iQOO Z5 5G: অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিন চালিত আইকো জেড৫ ৫জি ফোনে আছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) IPS LCD পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এইচডিআর১০, ২০:৯ এসপেক্ট রেশিও, এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও, ডিসিআই-পি৩ কালার গ্যামট সাপোর্ট করে। এই ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার, ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য আইকো জেড৫ ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি স্মার্টফোনটি মাত্র ২৬ মিনিটের মধ্যে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।

দাম: ই-কমার্স সাইট অ্যামাজনে iQOO Z5 5G ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ২৩,৯৯০ টাকায় এনালিস্ট করা হয়েছে।

​Xiaomi Mi 10i: এমআই ১০আই ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের প্রটেকশনের জন্য এটি কর্নিং গরিলা গ্লাস ৫ সহ এসেছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ও এড্রেনো ৬১৯ জিপিইউ। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে লিকুইডকুল টেকনোলজি বর্তমান। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক এর মত সিকিউরিটি ফিচার সহ এসেছে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে এতে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল Samsung HM2 প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ডেপ্থ-অফ-ফিল্ড সেন্সর। সেলফির জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। ফোনটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮২০ এমএএইচ ব্যাটারি আছে।

দাম: শাওমির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, Xiaomi Mi 10i 5G ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২১,৯৯৯ টাকা।

Motorola Edge 20 Fusion: মোটোরোলা এজ ২০ ফিউশন স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ম্যাক্স ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের, এসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফাস্ট-পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ৮০০ইউ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মাইইউএক্স (MyUX) কাস্টম স্কিন পাওয়া যাবে। মোটোরোলা এজ ২০ ফিউশন স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এগুলি হল, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। একই সাথে, সেলফি বা ভিডিও কলিংয়ের সুবিধার্থে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করবে।

দাম: ই-কমার্স সাইট ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, Motorola Edge 20 Fusion ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২১,৫৯৯ টাকা।

OnePlus Nord CE 2 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি ফোনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ-হোল ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস ১১ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৬৮ জিপিইউ সহ ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ওয়ানপ্লাসের এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১১৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার ফোনটির ডিসপ্লের ওপরে EIS সাপোর্ট সহ ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা বর্তমান। এই ফোনে ৬৫ ওয়াট সুপারভোক (Super VOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

দাম: OnePlus Nord CE 2 5G ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৪,৯৯৯ টাকা।

Realme 9 Pro Plus: রিয়েলমি ৯ প্রো প্লাস স্মার্টফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির sAMOLED ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এনং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর সহ এসেছে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর। আবার, সেলফি তোলার জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি ৪৪ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম।

দাম: Realme 9 Pro Plus ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৪,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন