Smartwatch বিস্ফোরণে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ৪ বছরের শিশু

জনপ্রিয় কোম্পানিগুলির স্মার্টফোন ব্লাস্ট করার ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি। তবে হাতের ঘড়িও যে বিস্ফোরন হতে পারে তা বোধহয় আমাদের ভাবনার বাইরে। যদিও আমরা কোনো সাধারণ ঘড়ির কথা বলছি না, অত্যাধুনিক প্রযুক্তির সাথে আসা স্মার্টওয়াচ নিয়ে কিন্তু আমাদের ভাবার সময় এসেছে। হালফিলে চীনে স্মার্টওয়াচের ব্যাটারি বিস্ফোরিত হওয়ায় একটি চার বছরের মেয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Yahoo News Australia-র প্রতিবেদন অনুযায়ী, এই মাসের শুরুতে ঘটনাটি ঘটে। চীনের ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ শহরের বাসিন্দা ইয়ি হুয়াং (Yiyi Huang) নামের একটি চার বছরের মেয়ে একদিন তার ছোটো খুড়তুতো ভাইয়ের সাথে খেলছিল। আচমকাই মেয়েটির ঠাকুমা একটি বিকট চিৎকারের শব্দ শুনতে পান। তৎক্ষণাৎ ইয়ির ঠাকুমা ছুটে বাইরে বেরিয়ে এসে কালো ধোঁয়া দেখার পাশাপাশি বাতাসে কিছু জ্বলার গন্ধ পান। তিনি দেখতে পান যে, ধোঁয়ার উৎস হল ইয়ির কব্জি, এবং বুঝতে পারেন মেয়েটির স্মার্টওয়াচটি বিস্ফোরিত হয়েছে।

তৎক্ষণাৎ স্মার্টওয়াচটি ইয়ির কব্জি থেকে সরিয়ে ফেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের কারণে তার হাতের পিছনে থার্ড-ডিগ্রি বার্ন হয়েছে বলে জানা গেছে, যার জন্য তাকে স্কিন গ্রাফটিং করাতে হয়। যারা জানেন না তাদের বলে রাখি, থার্ড-ডিগ্রি বার্ন এপিডার্মিস এবং ডার্মিস ধ্বংস করে। এছাড়াও থার্ড-ডিগ্রি বার্ন অন্তর্নিহিত হাড়, পেশী, এবং টেন্ডনের ক্ষতি করতে পারে। এর ফলে পোড়া জায়গাটি সাদা বা দগ্ধ দেখায়। থার্ড-ডিগ্রি বার্নের দরুন স্নায়ুর শেষপ্রান্তগুলি ধ্বংস হয়ে যাওয়ায় আঘাতপ্রাপ্ত জায়গায় কোনো সংবেদন থাকে না।

খুব স্বাভাবিকভাবেই এই মারাত্মক দুর্ঘটনায় শিশুটির গোটা পরিবার চরমভাবে মর্মাহত এবং একইসাথে ক্ষুব্ধ। যদিও স্মার্টওয়াচ নির্মাতার নাম সহ ঘটনার বিশদ বিবরণ এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে জানা গেছে যে মি. হুয়াং এই নির্মম ঘটনার ক্ষতিপূরণ নিয়ে প্রস্তুতকারকের সাথে আলোচনা করছেন। অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করার লক্ষ্যে মানুষের জীবন যাতে বিপন্ন না হয় সেদিকে ইলেকট্রনিক ডিভাইস নির্মাতাদের বিশেষ লক্ষ্য রাখা একান্ত প্রয়োজনীয়, নাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন