গাড়ির ভিতরে ধূমপানে এবার জরিমানা হতে পারে প্রায় আড়াই লক্ষ টাকা, নতুন আইন আনছে এই দেশ

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর! এই কথাটি প্রমাণিত এবং সর্বজনবিদিত। এমনকি বহুকাল আগে থেকেই আইন মেনে সিগারেটের প্যাকেটের গায়ে এটি লেখার প্রচলন শুরু হয়েছিল। কিন্তু ওই লেখা পর্যন্তই। কথাটি আর ক’জন ধূমপায়ী মানে? নেশা মাথায় ভর করলে যত্রতত্র দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ট্রেন, বাস এমনকি গাড়ির ভেতরেও দু’ঠোঁটের মাঝে চট করে সিগারেটটি ধরিয়ে ফেলেন। একবারও ভেবে দেখেন না এর ফলে সংলগ্ন ব্যক্তিদের অসুবিধার কথা। কিন্তু এবার গাড়ির ভেতরে ইচ্ছে করলেই যে কোনো সময় সিগারেট আর ধরানো যাবে না। কড়া আইন আনতে চলেছে জার্মান সরকার। ২৪অটো নামক এক জার্মান প্রকাশনা সূত্রে খবর, গাড়ির ভেতর কোনো গর্ভবতী মহিলা অথবা শিশু থাকলে ধূমপান করা নিষিদ্ধ হতে চলেছে।

জানা গেছে, ধূমপান নিষিদ্ধ সুরক্ষা আইনের সংশোধনের পর্ব শুরু করেছে জার্মান সরকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি প্রস্তাবনা আনা হয়েছে। যেখানে উল্লেখ রয়েছে যদি কোনো চালক আইনটি লঙ্ঘন করেন, সে ক্ষেত্রে ধরা পড়লে ৩,২০০ ডলার বা জরিমানা করা হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৫ লক্ষ টাকার সমান। এই প্রসঙ্গে জার্মান প্রশাসনের সাফাই, অনেক সময় যাত্রীদের অনিচ্ছা সত্ত্বেও সিগারেটের ধোঁয়া গ্ৰহণ করতে হয়। এই ধোঁয়া, গাড়ির একটি খোলা জানালা বা সানরুফ দিয়ে পুরোদস্তুর নির্গত হতে পারে না।

একটি আবদ্ধ গাড়িতে ধূমপানের ফলে নির্গত ধোঁয়া স্বাস্থ্যের পক্ষে অধিক ক্ষতিকর প্রভাব ফেলতে সক্ষম। কারণ তা সম্পূর্ণরূপে বেড়োতে পারে না। যদি গাড়িটি একটি খোলা ছাদের হয়, তবে ধূমপানে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্ত গাড়িতে এই বৈশিষ্ট্য উপলব্ধ থাকে না। এদিকে উক্ত প্রস্তাবনায় শর্তসাপেক্ষে বলা হয়েছে, যদি গাড়িতে কেবলমাত্র চালক থাকেন এবং তিনি গাড়ির ভেতর ধূমপান করেন, সে ক্ষেত্রে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে পরিগণিত হবে না। কেবলমাত্র গর্ভবতী মহিলা অথবা শিশু যাত্রী গাড়িতে উপস্থিত থাকলেই তা অপরাধের চোখে দেখা হবে।

জার্মান ফেডারেল পার্লামেন্টে আইনটি পাস করাতে আনা হলে তখন সেটি গৃহীত হবে কিনা তা বিচার করে দেখা হবে। প্রসঙ্গত, ২০১৯-এও জার্মানে গাড়ির ভেতর ধূমপান নিষিদ্ধকরণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তখন সেই পদক্ষেপটি সফল হয়নি। তাই এবার ব্রিটেনের মত গাড়ির ভেতর ধূমপান নিষিদ্ধকরণের পথে হাঁটতে চলেছে জার্মানি। ব্রিটেনে ২০১৫ সালে এই আইন বলবৎ হয়েছিল। জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টার (dkfz) সূত্রে দাবি, একটি মুক্ত পরিবেশে সিগারেটের ধোঁয়ার তুলনায় একটি আবদ্ধ গাড়ির ভেতর সিগারেটের ধোঁয়া স্বাস্থ্যের পক্ষে পাঁচগুণ বেশি ক্ষতিকর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে জার্মানিতে ১০ লক্ষের অধিক শিশু গাড়ির ভেতর ধূমপানের ফলে নির্গত ধোঁয়ার শিকার।