ভারতে লঞ্চ হল Fire-Bolt Ninja 2 ও Fire-Bolt Ultron স্মার্টওয়াচ, দাম সাধ্যের মধ্যে

Fire-Bolt ভারতীয় বাজারে দু-দুটি স্মাটওয়াচ লঞ্চ করল। যাদের নাম Fire-Bolt Ninja 2 ও Fire-Bolt Ultron। এর মধ্যে প্রথম ওয়াচে পাওয়া যাবে ১.৩ ইঞ্চি আয়তক্ষেত্রাকার কালার ডিসপ্লে এবং ৩০ স্পোর্টস মোড। আবার সার্কুলার ডিজাইনের সহ আসা Fire-Bolt Ultron স্মার্টওয়াচে রয়েছে অ্যামোলেড স্ক্রীন এবং SPo2 সেন্সর। চলুন এই দুই আধুনিক ঘড়ির দাম ও স্পেসিফিকেশন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Fire-Bolt Ninja 2 এবং Fire-Bolt Ultron স্মার্টওয়াচ দুটির দাম ও লভ্যতা

বাজেট রেঞ্জে আসা ফায়ার বোল্ট নিনজা ২ স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ১,৬৯৯ টাকা এবং এটি আগামী ৭ জানুয়ারি অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। ব্ল্যাক, ব্লু এবং গোল্ড এই তিনটি কালার অপশনে উপলব্ধ এই নয়া স্মার্টওয়াচ।

অন্যদিকে, দ্বিগুণেরও বেশি দামে এসেছে সংস্থার অপর স্মার্টওয়াচ ফায়ার বোল্ট আলট্রন। এর দাম রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটি ব্ল্যাক, ব্লু, গ্রে এবং পিংক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

Fire-Bolt Ninja 2 এবং Fire-Bolt Ultron স্মার্টওয়াচ দুটির স্পেসিফিকেশন

ফায়ার বোল্ট নিনজা ২ স্মার্টওয়াচটির ফিচার প্রসঙ্গে বলতে গেলে, এটি ১.৩ ইঞ্চি টাচস্ক্রিন কালার ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০x২৪০ পিক্সেল। এর আয়তক্ষেত্রকার ডিসপ্লেতে মিলবে এলইডি প্যানেল। নয়া স্মার্টওয়াচে একাধিক ওয়াচফেস উপলব্ধ।ব্যবহারকারীরা তাদের পছন্দমত ওয়াচফেস বেছে নিতে পারবেন এর থেকে।

এছাড়া এতে উপস্থিত SpO2 সেন্সর, যার মাধ্যমে ব্লাডের অক্সিজেন লেভেল পরিমাপ করা যাবে। এছাড়াও এতে থাকছে হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার এবং স্টেপ ট্রাকারের মতো একাধিক হেলথ মোড। নয়া স্মার্টওয়াচটিতে ওয়াকিং, রানিং, সাইক্লিং হাইকিং, ব্যাডমিন্টনের মত ৩০টি স্পোর্টস মোড বর্তমান।
আবার এটি সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি এটি ২৫ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে। এখানে বলে রাখি, নয়া ঘড়িটিতে মিউজিক কন্ট্রোল এবং ক্যামেরা কন্ট্রোলের সাথে আছে মেনস্ট্রুয়াল রিমাইন্ডার ফিচার। এছাড়া এটি সমস্ত কল এবং এসএমএস অ্যালার্ট দেবে। পরিশেষে জানাই, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত।

এবার আসা যাক সংস্থার অপর স্মার্টওয়াচের প্রসঙ্গে। নয়া ফায়ার বোল্ট আলট্রন স্মার্টওয়াচটি গোলাকৃতির ১.২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৩৯০ x ৩৯০ পিক্সেল। এতেও আছে SpO2 সেন্সর, যার মাধ্যমে ব্লাডের অক্সিজেন লেভেল মনিটর করা যাবে। সাথে ব্লাড প্রেসার সেন্সর বর্তমান, যা প্রতিনিয়ত হার্ট রেট নিরীক্ষণ করবে।

জানিয়ে রাখি, নয়া স্মার্টওয়াচটির ডিসপ্লে সবসময় অন থাকবে এবং এতে একাধিক ওয়াচফেস উপলব্ধ। ব্যবহারকারীরা এই ওয়াচফেসগুলি সংস্থার নিজস্ব অ্যাপের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন। ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য ঘড়িটিতে রয়েছে ওয়াকিং, রানিং, সাইকলিং, বাস্কেটবলের মত ১৪টি স্পোর্টস মোড। এছাড়া ঘড়িটিতে স্লিপ ট্রাকিং সেন্সর, মেনস্ট্রুয়াল রিমাইন্ডার এবং মেডিটেটিভ ব্রিদিং এক্সারসাইজ ফিচার উপস্থিত। পাশাপাশি জল থেকে বাঁচতে এটি ৩এটিএম রেটিং সহ এসেছে।

সংস্থার দাবি, ঘড়িটি একবার চার্জে ৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এর কানেক্টিভিটি অপশনে শামিল হয়েছে ব্লুটুথ ভি৫.০। পরিশেষে বলি, এসএমএস এবং কল অ্যালার্ট পাওয়ার সাথে ঘড়িটির মাধ্যমে মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল করা যাবে।