ভারতে Snack Video কে ব্যান করার দাবি জানিয়ে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কে চিঠি

জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে জুনেই ভারতবর্ষে নিষিদ্ধ করা হয়েছে Tiktok সহ আরো ৫৮ টি চাইনিজ অ্যাপ। একই কারণ দেখিয়ে জুলাইতে ব্যান করা হয় পাবজি মোবাইল সহ আরও ৪৭ টি অ্যাপ৷ এরপরই থেকেই বিকল্প অ্যাপের চাহিদা ক্রমশ বাড়তে থাকে৷ আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন সফল করতে লঞ্চ হতে থাকে একাধিক মেড ইন ইন্ডিস শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন৷ যার মধ্যে উল্লেখযোগ্য Chingari, Moz, Josh, MX Takatak৷ তবে জনপ্রিয়তার দিক থেকে এদেরকেও ছাপিয়ে গেছে আরও একটি শর্ট ভিডিও অ্যাপ৷ আমরা কথা বলছি গুগল প্লে স্টোরের রাঙ্কিং অনুযায়ী শীর্ষস্থানীয় অ্যাপ Snack Video সর্ম্পকে৷

এবার এই অ্যাপটির বিরুদ্ধেও উঠল গুরুতর অভিযোগ—এটি নাকি ব্যবহারকারীর গ্রাহকদের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ডেটা আক্সেস করছে৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২১ অক্টোবর Snack Video কে নিষিদ্ধ করার দাবী জানিয়ে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স -কে চিঠি পাঠিয়েছে সেন্টার ফর ডিজিটাল ইকোনমি পলিসি রিসার্চের Digital Policy Think Tank৷

Digital Policy Think Tank-এর চেয়ারম্যান জয়জিৎ ভট্টাচার্য চিঠিতে লিখেছেন, এই অ্যাপ্লিকেশনটি নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মতই ঝুঁকিপূর্ণ, এবং এটি মূলত নিষিদ্ধ থাকা একটি অ্যাপের রিব্রান্ডেড ভার্সানরূপে কাজ চালিয়ে ভারত সরকারের আদেশ লঙ্ঘন করছে৷ যদিও সরকারের তরফে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত গত বছরের আগস্টে প্লে স্টোরে আপলোড করা এই অ্যাপটির বর্তমানে ইনস্টলের সংখ্যা ১০০ মিলিয়নেরও বেশী। অর্থাৎ বিশ্বজুড়ে ১০ কোটি মানুষ তাদের অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ব্যবহার করছেন। তবে অ্যাপটির সাথে চীনের নিবিড় যোগাযোগ বর্তমান৷ কারণ অ্যাপ্লিকেশনটি ডেভলপ করেছে চাইনিজ টেক জায়ান্ট Tencent-এর বিনিয়োগ থাকা চীনের Kuaishu Technology-এর অধীনস্থ Symphony Tech Pte. Ltd৷ উল্লেখ্য, জুনে নিষিদ্ধ হওয়া ৫৯ টি চাইনিজ চাইনিজ অ্যাপের মধ্যে অন্যতম ছিল এই Kuaishu Technology-এর আরও একটি জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ Kwai৷