Mediatek-এর কাছে হার স্বীকার Qualcomm-এর, Dimensity 8100 এর থেকে পিছিয়ে পড়ল Snapdragon 8 Gen 1

চলতি বছরে বিভিন্ন স্মার্টফোন সংস্থাগুলির লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলিতে Qualcomm-এর Snapdragon 8 Gen 1 প্রসেসরটির বহুল ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে। স্যামসাং ইলেকট্রনিক্স (Samsung Electronics) নির্মিত এই চিপসেটটি গতবছর ডিসেম্বর মাসে বাজারে উন্মোচিত হয়। যদিও লঞ্চের পর এই কোয়ালকম প্রসেসরে তার পূর্বসূরি Qualcomm Snapdragon 888-এর থেকে সামান্যই আপগ্রেডেশন পরিলক্ষিত করা গেছে। আর অন্যদিকে, কোয়ালকমের বরাবরের প্রতিদ্বন্দ্বী মিডিয়াটেক (MediaTek)-এর সাম্প্রতিক চিপসেটগুলি স্মার্টফোনগুলিতে খুব ভালো পারফরম্যান্স অফার করছে। এর আগে MediaTek Dimensity 9000 ফ্ল্যাগশিপ চিপসেটটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটের স্কোরের নিরিখে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল Snapdragon 8 Gen 1-কে। আর এবার সদ্য লঞ্চ হওয়া তাইওয়ান সেমিকন্ডাক্টর মানুফাকচারিং কোম্পানি (TSMC) দ্বারা নির্মিত MediaTek Dimensity 8100 প্রসেসরের প্রাপ্ত গিকবেঞ্চ স্কোরটিও Snapdragon 8 Gen 1-এর স্কোরকে ছাপিয়ে গেল।

Geekbench-এ Snapdragon 8 Gen 1-কে টেক্কা লেটেস্ট MediaTek Dimensity 8100 চিপসেটের

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮৮৮-এর গিকবেঞ্চ ফলাফলগুলি শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে মিডিয়াটেক চিপসেটটি এই বেঞ্চমার্কিং সাইটের মাল্টি-কোর পরীক্ষায় অন্য দুটি কোয়ালকম প্রসেসরকে সহজেই পরাজিত করেছে। আর এই তুলনামূলক পর্যবেক্ষণ তুলে ধরার জন্য তিনটি রিয়েলমি ডিভাইস বেছে নেওয়া হয়েছে। তারমধ্যে RMX3562 মডেল নম্বর সহ আপকামিং রিয়েলমি জিটি নিও০৩ স্মার্টফোনটির মাল্টি-কোর পরীক্ষার স্কোরটি সবচেয়ে বেশি এবং এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট সহ আসবে বলে জানা গেছে। তবে উভয় কোয়ালকম চিপগুলিতে একটি অতি-শক্তিশালী কর্টেক্স-এক্স১ (Cortex-X1) কোরের উপস্থিতির কারণে সিঙ্গেল-কোর পরীক্ষায় ডাইমেনসিটি ৮১০০ সর্বশেষ স্থানে রয়েছে।

প্রসঙ্গত, সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়টি হল কোয়ালকমের দুটি ফ্ল্যাগশিপ প্রসেসরকে টেক্কা দেওয়া, ডাইমেনসিটি ৮১০০ কিন্তু সংস্থার হাই-এন্ড প্রসেসর নয়। চলতি বছরে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ চিপসেটটি হল আসলে ডাইমেনসিটি ৯০০০, আর ডাইমেনসিটি ৮০০০ সিরিজটি শুধুমাত্র হাই-মিড-রেঞ্জের স্মার্টফোনগুলির জন্য প্রস্তুত করা হয়েছে। তার ওপরে, আবার ডাইমেনসিটি ৮০০০ চিপগুলি স্ন্যাপড্রাগন ৮ জেন ১- এ ব্যবহৃত কাটিং-এজ ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার তুলনায় পুরানো ৫ ন্যানোমিটার প্রক্রিয়াটি ব্যবহার করে।

উল্লেখ্য, চিপমেকার কোয়ালকম অবশ্য এখানেই দমে যায়নি, বরং জল্পনা চলছে এই সংস্থার আরেকটি ফ্ল্যাগশিপ প্রসেসর শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে এবং চিপসেটটির SM8475 মডেল নম্বরটি দেখে বিচার করলে, এটি Snapdragon 8 Gen 1 প্রসেসরের আপগ্রেডেড সংস্করণ হবে বলেই মনে করা হচ্ছে। সম্ভবত এটি এর প্লাস ভার্সন হবে। এটি প্রথম প্রজন্মের 8 Gen 1-এর জন্য ব্যবহৃত স্যামসাংয়ের ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার পরিবর্তে তাইওয়ান সেমিকন্ডাক্টর মানুফাকচারিং কোম্পানি (TSMC)-এর উচ্চতর ৪ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হবে। এইভাবে আপগ্রেডেড সংস্করণটি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কতটা রুখে দাঁড়াতে পারে তা-ই এখন দেখার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন