Snapdragon 898: চলতি মাসের শেষেই আসছে অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে শক্তিশালী প্রসেসর

Snapdragon 8-Series এর প্রসেসর মানেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন চলবে রকেটের গতিতে। প্রতি বছরই এই সিরিজের প্রসেসর নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করে। Qualcomm সরাসরি না জানালেও বিভিন্ন মহল থেকে খবর পাওয়া গিয়েছে, তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর তথা Snapdragon 888-এর আপগ্রেড ভার্সন চলতি বছর শেষ হওয়ার আগেই আত্মপ্রকাশ করবে। অফিসিয়াল লঞ্চের নির্ঘন্ট এখনও অজানা৷ যদিও আজ সেই নিয়ে একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে।

টেকদুনিয়ার গুরুত্বপূর্ণ খবর লিক করার জন্য পরিচিত চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, এ মাসের শেষেই কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপসেট লঞ্চ করবে, এর নামকরণ স্ন্যাপড্রাগন ৮৯৮ (Snapdragon 898) হবে বলেই মনে করা হচ্ছে।

টিপস্টারের ওয়েইবো পোস্ট অনুযায়ী, স্যামসাংয়ের ৪ এনএম প্রসেসিং নোডে তৈরি sm8450 (কোডনাম) বা স্ন্যাপড্রাগন ৮৯৮ এই বছর এবং সামনের বছরের মাঝামাঝি সময়ে সম্ভবত চিপটির ওভারক্লকড ভার্সন sm8475 (কোডনাম) বা স্ন্যাপড্রাগন ৮৯৮+ (অফিসিয়াল নাম নয়) লঞ্চ করা হবে।

Adreno 730 গ্রাফিক্সের সঙ্গে আসতে পারে Snapdragon 898 প্রসেসর। এটির প্রাইম কোর Cortex X2 কোরের আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হতে পারে, যার ক্লক স্পিড ৩.০৯ গিগাহার্টজ। এটি পুরনো প্রজন্নের X2 চেয়ে ১৬ শতাংশ বর্ধিত পারফরম্যান্স দেবে। যা ট্রেন্ড এ বছরও নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরটি দিয়ে সর্ব প্রথম Xiaomi-র স্মার্টফোন বাজারে আসতে পারে। তবে এই প্রসেসর দিয়ে Vivo বা Lenovo সবার আগে ডিভাইসের ঘোষণা করবে বলেও জল্পনা শোনা যাচ্ছে।