Genesis GV60: তার ছাড়াই হবে চার্জ, স্মার্টফোনে মতো ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবার বৈদ্যুতিক গাড়িতে

Hyundai-এর লাক্সারি ভেহিকেল আর্ম, Genesis সম্প্রতি GV60 মডেলের একটি বিদ্যুৎচালিত এসইউভি গাড়ি প্রকাশ্যে নিয়ে এসেছিল। সংস্থা কিছু না বললেও বিভিন্ন মহল থেকে এখন খবর পাওয়া যাচ্ছে, Genesis-এর প্রথম ইলেকট্রিক গাড়ি Genesis GV60 ওয়্যারলেস চার্জিং অপশন পেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রিপোর্ট বলছে, দক্ষিণ কোরিয়ার একটি পাইলট প্রোগ্রাম হিসেবে ওয়্যারলেস চার্জিংয়ের বিকল্পটি আগামী বছর যোগ করা হবে।

ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা ইতিমধ্যেই আমরা স্মার্টফোনে প্রত্যক্ষ করেছি। এ ক্ষেত্রে তারের সংযোগ ছাড়াই চার্জ হয় ফোন। ওয়্যারলেস চার্জিং প্যাডের উপর ফোনটি বসাতে হয় মাত্র। একইভাবে চার্জিং প্লাগ ছাড়াই চার্জ হবে Genesis GV60। শুধুমাত্র ব্যবহার করতে হবে একটি রিসিভার প্যাড। তার উপরে গাড়িটি পার্ক করে রাখলেই ব্যাটারি চার্জ গ্রহণ করতে থাকবে।

উল্লেখ্য, গত বছর ঘোষণা করা J2954 ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ডের মান অনুযায়ী, হোম চার্জিংয়ের আউটপুট হবে প্রায় ৭ বা ১১ কিলোওয়াট। ১০ ইঞ্চি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের উপর এই সিস্টেমের দক্ষতা ৯৪ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, Genesis GV60, Hyundai Ioniq 5 ও KIA EV6 বৈদ্যুতিক গাড়ির মতো E-GMP প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। জেনেসিস তাদের নতুন ইলেকট্রিক এসইউভি গাড়ির স্পেসিফিকেশন‌ প্রকাশ করেনি। কিন্তু সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, Genesis GV60 লঞ্চ করার পরেই পারফরম্যান্স, রেঞ্জ, এবং দাম সর্ম্পকিত তথ্যাবলী জানানো হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন