১৫ ডিসেম্বর লঞ্চ হবে Nokia-র অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন স্মার্টফোন

আগামী ১৫ই ডিসেম্বর, চীনের বাজারে লঞ্চ হতে হতে চলেছে Nokia-র অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন (লাইটওয়েট ভার্সন) স্মার্টফোন। সম্প্রতি HMD Global চাইনিজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Weibo-তে একটি পোস্টের মাধ্যমে ফোনটির লঞ্চের কথা ঘোষণা করেছে। উল্লেখ্য, এটি চীনে নোকিয়ার প্রথম ফোন হবে যা অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের লাইটওয়েট ভার্সনে চলবে৷

এখনও পর্যন্ত নোকিয়ার এই আসন্ন ফোনটির নাম বা স্পেসিফিকেশন অবশ্য জানা সম্ভব হয়নি৷ তবে আশা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১০ গো এডিশনে চলার দরুণ এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হবে৷ এদিকে অ্যান্ড্রয়েড ১০ ওএস – ম্যাপ, মেল, ভয়েস অ্যাসিটেন্ট ইত্যাদি পরিষেবার জন্য গুগল অ্যাপের ওপর নির্ভর করে থাকে৷ কিন্তু চীনে গুগলের অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করা যায়না৷ তাই দেখার বিষয়, চীনে নোকিয়ার এই নতুন অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) ফোন কিভাবে কাজ করবে৷

এই প্রসঙ্গে বলে রাখি, সম্প্রতি TA-1335 মডেল নম্বর যুক্ত একটি Nokia ফোনকে TENNA-র সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল৷ তাই অনেকেই মনে করছেন, আগামী সপ্তাহে এই ফোনটিকেই চীনে লঞ্চ করবে এইচএমডি গ্লোবাল৷ এক্ষেত্রে TENNA-র তালিকায় উল্লিখিত ফোনটির কিছু মূল স্পেসিফিকেশন সামনে এসেছিল৷ যেমন, এই ফোনটি ১৪৪০x৭২০ পিক্সেল রেজোলিউশন এবং ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে সহ বাজারে আসবে৷ এছাড়া ফোনটিতে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হবে৷

অন্যদিকে এই ফোনটিতে ২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও থাকবে মাইক্রো এসডি কার্ড স্লট। আবার ফোনের পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও সেলফির জন্য ৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে৷ এক্ষেত্রে দুটি ক্যামেরাতেই এলইডি ফ্ল্যাশ থাকবে বলে মনে করা হচ্ছে৷